20ºc, Mist
Thursday, 2nd February, 2023 12:18 am
নিজস্ব প্রতিনিধি, জম্মু: রাহুল গান্ধির ভারত জোড়া যাত্রা কর্মসূচি শেষ হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। শেষ দিনে পদযাত্রা জম্মু-কাশ্মীরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। পদযাত্রার শেষ পর্যায়ে যোগ দিলেন অভিনেত্রী তথা উদ্ধব বাল ঠাকরে শিবিরের নেত্রী উর্মিলা মাতন্ডকর। উর্মিলা একসময় কংগ্রেসে ছিলেন।
দলের টুইটার হ্যান্ডলে কর্মসূচির শেষ পর্যায়ের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে শীতপোশাক, মাথায় টুপি পরে রাহুলের সঙ্গে হাঁটছে উর্মিলা। মুখে পরিচিত হাসি।
দলের টুইটার হ্যান্ডেলে মঙ্গলবারের পদযাত্রা কর্মসূচির খবর দিতে গিয়ে বলা হয়েছে, জনপ্রিয় অভিনেত্রী তথা রাজনীতিবিদ উর্মিলা মাতন্ডকর রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন। যারা দেশকে ভালোবাসে, তারা অনেকেই রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিল। উর্মিলা মাতন্ডকর একসময় ছিলেন কংগ্রেসে। ২০১৯-য়ে তিনি কংগ্রেসে যোগদান করেন। সে বছর লোকসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী করেছিল উত্তর মুম্বই সংসদীয় কেন্দ্রে। যদিও জিততে পারেননি। পরে কংগ্রেস ছেড়ে যোগ দেন উদ্ধব ঠাকরের শিবসেনায়। দল ভাগের পর উর্মিলা মাতন্ডকর উদ্ধব শিবিরেই রয়েছেন।
এদিকে, সোমবারের বিরতির পর মঙ্গলবার সকালে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। সকাল আটটায় শুরু হয় পদযাত্রা। পদযাত্রায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আঁটোসাঁটো। পদযাত্রায় সামিল হন বিখ্যাত লেখক পেরুমল মুরুগান, জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বিকার রসুল প্রমুখ।
আরও পডুন ঠান্ডার কাছে জব্দ! অবশেষে গায়ে জ্যাকেট চাপালেন রাহুল গান্ধি