32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:26 pm
নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: অমরাবতী অতীত। অন্ধপ্রদেশের নতুন রাজধানা বিশাখাপত্তনম। দিল্লিতে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্সের বৈঠকে রাজ্যের নতুন রাজধানীর নাম ঘোষণা করে মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন – আমি আপনাদের সবাইকে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী বিশাখাপত্তনমে আসার জন্য় আমন্ত্রণ জানাচ্ছি। আজ মঙ্গলবার থেকে এই বন্দরশহরকে মানুষ জানবে অন্ধ্রের নতুন রাজধানী হিসেবে। মুখ্যমন্ত্রী বলেন, তিনিও তাঁর দফতর বিশাখাপত্তনমে নিয়ে যাবেন। রাজ্যপাল এবং তাঁর দফতরও বিশাখাপত্তনম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। তবে বিধানসভার কাজকর্ম অমরাবতী থেকেই হবে। হাইকোর্ট সরিয়ে নিয়ে যাওয়া হবে কুর্নুলে। অন্ধপ্রদেশ নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ১৯৫৬-তে। মাদ্রাজের কিছুটা অংশ নিয়ে তৈরি হয় নতুন রাজ্য। সেই সময় কুর্নুল ছিল অন্ধ্র্রের রাজধানী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মার্চে অন্ধ্রে বিশ্ব শিল্প সম্মেলন হবে। চলবে দুই দিন। উদ্বোধন আগামী ৩ মার্চ। বিনিয়োগের লক্ষ্য নিয়েই এই শিল্প সম্মেলন আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর আশা, আসন্ন শিল্প সম্মলনে দেশ-বিদেশের শিল্পপতিরা মোটা টাকা বিনিয়োগ করবেন।
শিল্পের দিক থেকে ভারতে যে কটি রাজ্য এগিয়ে, তার মধ্যে অন্ধপ্রদেশ অন্যতম। বন্দর খুব কাছে থাকায় পণ্য আমদানি-রফতানিতে বাড়তি সুবিধা পেয়ে থাকে অন্ধ্র। রয়েছে শিল্পবান্ধব পরিবেশ। ফলে, বহু বিনিয়োগকারীর অন্যতম পছন্দের ডেস্টিনেশন অন্ধ্র। গত কয়েক দশকে শিল্প ক্ষেত্রে অন্ধ্রের ব্যাপক উন্নতি হয়েছে। তাই, আসন্ন শিল্পসম্মেলনকে তিনি পাখির চোখ করেছেন।
আরও পড়ুন প্রতিশ্রুতি রাখলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, ভেঙে দিলেন মন্ত্রিসভা