এই মুহূর্তে




শিউড়ে ওঠার মতো ঘটনা, রোগ সারাতে ১০ দিনের শিশুকন্যার পেটে গরম লোহার ছ্যাঁকা




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মানুষের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে। স্মার্ট ফোন, কম্পিউটার, ল্যাপটপে মানুষ একদিকে আধুনিক হচ্ছে, অন্যদিকে নিমজ্জিত হচ্ছে কুসংস্কারের চোরা স্রোতে। রবিবার এমন একটি ঘটনা সামনে এসেছে যা কার্যত হাড়হিম করে দেয়। মহারাষ্ট্রের অমরাবতী জেলায় কুসংস্কারের শিকার হতে হল নবজাতককে। নির্মমতার এমন এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। পেটের ব্যথা কমানোর নামে এক মহিলা ১০ দিনের নবজাতক কন্যাশিশুর পেটে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দিয়েছিলেন। ফলে মেয়েটি মারাত্মকভাবে জখম হয় শিশুটি।

শিশুটিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। হাসপাতাল কর্তৃপক্ষই খবর দেয় পুলিশে। পুলিশ এসে সব জেনে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। তথ্য অনুযায়ী, এই ঘটনাটি অমরাবতী জেলার মেলঘাট এলাকার চিখলদারা তালুকের দহেন্দ্রি গ্রামের। ১৫ জুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শিশুকন্যাটির জন্ম হয়। জন্মের কয়েকদিন পরই হঠাৎ শিশুটির স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে পিএইচসিতে নিয়ে যাওয়া হয়েছিল।

এদিকে, মেয়েটির মায়ের মাসি সমস্যা সমাধানের ঘরোয়া প্রতিকারের পরামর্শ দেন। তিনি বলেন নবজাতকের পেট ফেঁপে গিয়েছে। এর জন্য ‘ডাম্মা’ পন্থা ব্যবহারের প্রয়োজন। ‘ডাম্মা’ হল এক ধরনের প্রাচীন কুসংস্কারপূর্ণ প্রক্রিয়া। অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার নামে মানুষের ওপর নির্যাতন চালানো হয় এই পন্থায়। অসুস্থ ব্যক্তিকে গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে, এর ফলে শরীরের ভেতর থেকে রোগ বাইড়ে বেরিয়ে যায়।

১০ দিনের নিষ্পাপ নবজাতক কন্যার উপরও একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। শিশুটির মায়ের মাসি গরম লোহার রড নিয়ে মেয়েটির পেটে ছ্যাঁকা দেন। শুক্রবার মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে উপস্থিত চিকিৎসকরা ১০ দিনের শিশুর এই অবস্থা দেখে হতবাক হয়ে যান। মেয়েটির পেটে লোহার রোডের ছ্যাঁকার স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছিল। চিকিৎসকরা তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। মেয়েটিকে অচলপুর জেলা হাসপাতালে রেফার করা হয়। এরপর পুলিশকেও বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়।

অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ তাকে হেফাজতে নেয়। মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৮ (১) ধারায় মামলা দায়ের করা হয়। এই ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত মহিলাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে তৃতীয় কোনও ব্যক্তি আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অ্যামাজনের মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করেছিল পুলওয়ামার হামলাকারীরা, বিস্ফোরক দাবি FATF-এর

ইয়েমেনে খুনের দায়ে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে ফাঁসি দেওয়া হবে ১৬ জুলাই

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ