এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভুয়ো রেশনকার্ডের সংখ্যাতেও দেশের শীর্ষে যোগীরাজ্য

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটের জ্বালা জুড়াতে মোদি-শাহরা বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করে চলেছেন অবিরত। ১০০ দিনের কাজের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, স্বাস্থ্যখাতে টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ। কিন্তু এতকিছু করেও তাঁরা না পারছেন বাংলার সাফল্যকে অস্বীকার করতে বা তা ঢেকে রাখতে, না পারছেন নিজেদের মডেল রাজ্য উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বেআব্রু দুর্দশা ঢাকতে। একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে মুখ পুড়ছে যোগীরাজ্যের। কিছুদিন আগেই সামনে এসেছে গোটা দেশে(India) ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য ভুয়ো জবকার্ড সব থেকে বেশি বাতিল হয়েছে উত্তরপ্রদেশে। আর এবার সামনে এল ভুয়ো রেশন কার্ডের(Fake Ration Card) সংখ্যা। সেখানেও দেখা যাচ্ছে গোটা দেশের মধ্যে যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) রাজ্য উত্তরপ্রদেশেই রয়েছে সব থেকে বেশি ভুয়ো রেশন কার্ড।

সম্প্রতি ঘটা করে আরও ৫ বছর বিনামূল্যে রেশনের কথা জানিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কিন্তু তা কতটা সঠিক গ্রাহকের হাতে যাচ্ছে, কতটা বেহাত হচ্ছে তা নিয়ে চমকে যাওয়ার মতো খবর এসেছে তাঁরই সরকারের খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের(Ministry of Food and Public Distribution) রিপোর্টে। আর সেখানেই মুখ পুড়েছে যোগী রাজ্যের। মুখ পুড়েছে খোদ প্রধানমন্ত্রীর নিজ রাজ্য গুজরাতেরও। মুখ পুড়েছে আরও এক ডবল ইঞ্জিনের রাজ্য মধ্যপ্রদেশেরও। এখন তার জেরে এই সব রাজ্যকেই কেন্দ্রের তরফে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত ভুয়ো রেশন কার্ড বাতিল করার জন্য। মোদি সরকার ৮১ কোটি ৩৫ লক্ষ লোককে ‘বিনামূল্যে রেশন দিচ্ছি’ বলে প্রচার করলেও খোদ মন্ত্রকের তথ্যের সঙ্গে তার ফারাক হচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা সংক্রান্ত সরকারি পোর্টাল বলছে, গোটা দেশে রেশন কার্ড রয়েছে ১৯.৫ কোটি। আর রেশন পান ৭৭ কোটি ১৫ হাজার ৯৩৪ জন। তাহলে? বাকি রেশন কোথায় যাচ্ছে? কে পাচ্ছে, তা নিয়েই উঠছে প্রশ্ন।    

২০১৩ সালে তৈরি জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী গোটা দেশে গরিবদের চাল, গম, দানাশস্য দেওয়া হয়। ইউপিএ আমলে প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের আমলের এই আইন মোতাবেকই গরিবরা রেশন পান।কিন্তু সেই রেশনের একটা বড় অংশ বেহাত হয়ে যাচ্ছে বলেই মন্ত্রক সূত্রে খবর। বিভিন্ন রাজ্য থেকে মন্ত্রক যে রিপোর্ট পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, গোটা দেশে গত ২ বছরে ৫১ লক্ষ ১৭ হাজার ৫৬৮টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। তালিকায় শীর্ষে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। এখানে গত ২ বছর ধরে ১৫ লক্ষ ৯৫ হাজার ৮৯৯টি ভুয়ো কার্ডেই রেশন তোলা হচ্ছিল। একইভাবে আর এক ডাবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে ১০ লক্ষ ৯২ হাজার ৬৮টি ভুয়ো কার্ড ধরা পড়েছে। গুজরাতে ৩ লক্ষ ৭১ হাজার ২১৪ টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। রেশন কার্ড কে পাবেন, তা ঠিক করার দায়িত্ব মূলত রাজ্যের। তবে খাদ্যশস্য যাতে বেহাত না হয়, তার জন্য ফিল্ড ভেরিফিকেশন করতে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। ভুয়ো কার্ড বাতিলে যেমন জোর দেওয়া হচ্ছে, তেমনি প্রকৃত গ্রাহক যাতে ফ্রি রেশন থেকে বঞ্চিত না হয়, তাও দেখা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইন্দোরে নেই দলের প্রার্থী, ‘নোটা’য় ভোট দেওয়ার আর্জি কংগ্রেসের

নীতীশের কাণ্ড, প্রয়াত রামবিলাস পাসোয়ানকে ভোট দেওয়ার আর্জি

চতুর্থ দফার প্রচার শেষ, সোমে ভোট ৯৬ আসনে

শিন্ডে সরকারকে ‘সবক’ শেখাবেন মরাঠিরা, হুঙ্কার মরাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা জারাঙ্গের

থানে হাসপাতালে নকল ওষুধ সরবরাহের অভিযোগে ২ সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের

তৃতীয় দফায় ভোট পড়েছে ৬৫.৮৬ শতাংশ, আট দিন বাদে জানাল নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর