এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গত ৬০ বছরে প্রথম, ধর্মঘটে হলিউডের ১ লাখ ৬০ হাজার অভিনেতা-কলাকুশলী

নিজস্ব প্রতিনিধি: ছয় দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘটের মুখে পড়ে হলিউড। যা কিনা ৬০ বছরের মধ্যে প্রথম। বেতন বাড়ানোর দাবিতে গতকাল মধ্যরাতে প্রায় ১৬০,০০০ পারফর্মার লস অ্যাঞ্জেলেসে কাজ বন্ধ করে আন্দোলনে যোগ দিয়েছেন। যার মধ্যে রয়েছে বেশিরভাগ মার্কিন চলচ্চিত্র এবং টিভি প্রযোজনা সংস্থা। বড় টিভি চ্যানেলগুলি রাজস্ব ভাগাভাগিতে ন্যায্য হিস্যা ও বেতন বৃদ্ধিসহ নানারকম দাবিতে ধর্মঘটে নেমেছেন, যার মধ্যে আছে হলিউডের তারকা এবং রুপোলী পর্দার কলাকুশলীরা। ফলে আচমকাই বন্ধ হয়ে গিয়েছে আমেরিকার অধিকাংশ চলচ্চিত্র ও টিভি প্রোডাকশনের সাময়িক কাজকর্ম। হলিউড তারকা সংগঠন ‘দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড’ এর (SAG) প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্যরা বৃহস্পতিবার মধ্যরাত থেকেই লস অ্যাঞ্জেলেসে কর্মবিরতি ধর্মঘটে যোগ দিয়েছেন। ধর্মঘট চলাকালীন কোনও তারকারা শুটিং করতে পারবেন না এবং সিনেমার প্রচার করতেও পারবেন না।

এদিকে সূত্র মাফিক, এসএজির এক নোটিশে বলা হয়েছে যে, অভিনয়, নাচ ও গানের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী, স্টান্ট পারফর্মার এবং অ্যানিমেশন নির্মাতা ও ফিল্ম চিত্রগ্রহনকারী কর্মীদের সকলের ক্ষেত্রেই কর্মবিরতি পালন করতে হবে। একই সঙ্গে চলচ্চিত্রের নির্মাণ ও প্রোমোশনাল কার্যক্রমে যুক্ত শিল্পীরাও এই নির্দেশ মেনে চলবে। এই মুহূর্তে Sag-এর বিবৃতি অনুযায়ী, চলচ্চিত্রের সব শুটিং বন্ধ এবং যে টিভি শোগুলির এখনও শুট করা হয়েছে তাও বন্ধ করা বাধ্যতামূলক। মার্কিন সময় গত বুধবার থেকেই অভিনয় শিল্পী ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত কলাকুশলীরা ধর্মঘটে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। ‘স্যাগ–আফট্রা’ও বৃহৎ হলিউড স্টুডিওগুলোর সঙ্গে চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হয়েছে। পরে সংগঠনটির নেগোশিয়েটর কমিটি ইউনিয়নকে ধর্মঘটের জন্যে সুপারিশ করেন। ধর্মঘটে হাজার হাজার অভিনেতা এমনও আছেন যারা হলিউডের A-তালিকা ভুক্ত অভিনেতা।

কিন্তু তাঁরা ছবিতে অংশ গ্রহণের জন্যে সহকর্মীদের তুলনায় খুব কম বেতন পান। 1960 সালের পর এই প্রথম হলিউডে ধর্মঘটে নামলেন কলাকুশলীরা। যার মধ্যে অভিনেতা-রাজনীতিবিদ রোনাল্ডো রিগানও ছিলেন। এর আগে গত মে মাস থেকেই ধর্মঘট পালন করছিলেন চলচ্চিত্র পান্ডুলিপি লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা (WGA)। সবমিলিয়ে গত ৬৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘটের মুখে এখন বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড। যা কিনা একেবারে ঐতিহাসিক আখ্যায়িত। বৃহস্পতিবার ধর্মঘট শুরু হওয়ার খবর পেয়ে লন্ডনে চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার নোল্যানের ওপেনহেইমার ছবির মহরত অনুষ্ঠান প্রত্যাহারের ঘোষণা দেন একঝাঁক তারকা। যাদের মধ্যে রয়েছেন, তারকা সিলিয়ান মারফি, ম্যাট ডামন, ফ্লোরেন্স পাফ ও এমিলি ব্লান্ট।

স্যাগের ডাকা ধর্মঘট শুক্রবার সকালে স্যাগ সদস্যদের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হলিউডের বড় নির্মাতা ও সম্প্রচার কোম্পানি গুলি যেমন নেটফ্লিক্স, প্যারামাউন্ট, ওয়ার্নার ব্রাদার্স ও ডিজনির সদর দপ্তরের সামনে আন্দোলন করার কথা ছিল। বৃহৎ সম্প্রচার কোম্পানিগুলির আয় থেকে ন্যায্য পাওনা, ভাল কর্মপরিবেশ ও অধিক বেতন, শিল্পীদের মুভি ও টিভি নাটক, সিরিয়ালে অভিনয় ও কাজে চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে উপযুক্ত শর্তাবলী নির্ধারণসহ আরও কিছু দাবি নিয়ে ধর্মঘট ডেকেছে স্যাগ। এসবের মধ্যে আরও দাবি রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অভিনেতা–অভিনেত্রী, শিল্পীদের মুখ ও কণ্ঠের নকল যাতে না করা হয়ে সেটিও দাবি রয়েছে। এমনকি অভিনেতা–অভিনেত্রী, শিল্পীদের অনুপস্থিতে কোনও চলচ্চিত্র ও টিভি প্রোডাকশন যাতে বিকল্প পথ বেছে না নেওয়া হয় তাও দাবি করা হয়েছে। শেষমেশ দুঃখজনকভাবে ইউনিয়নটি এমন একটি পথ বেছে নিয়েছে যেটা ইন্ডাস্ট্রির জন্য বিপুল আর্থিক দুর্দশা ডেকে আনবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাত সকালে ভোট দিলেন রীতেশ-জেনেলিয়া

‘ভূতের ভবিষ্যৎ’-খ্যাত ‘আত্মারাম’-কে বাঁচাতে এবার অভিনব উদ্যোগ টলিউডের

পুষছেন গরু, শয়নকক্ষে ৫০ বছরের খাট, বাড়িকেই ‘ফার্মহাউস’ বানালেন বিবেক

‘২০১১-র আগে কোথায় ছিলে মা?’ পান্ডুয়া থেকে লকেটকে নিশানা অভিষেকের

৫৪-তে পা দিলেন কাঞ্চন মল্লিক, বরের জন্মদিনে রাজকীয় আয়োজন শ্রীময়ীর

জানেন কি, মনিষা নয়, রেখাই হতে পারতেন ‘হীরামাণ্ডি’র মল্লিকাজান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর