নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক খুশির খবর! গত জুন মাসেই একেবারে সাড়ম্বরে তাঁদের পরিবারে নতুন অতিথি আসার কথা জানিয়েছিলেন টলিউডের পাওয়ারফুল দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথম সন্তান ইউভানের ৩ বছরের মধ্যেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছেন তাঁরা, সেটাও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন রাজশ্রী জুটি। জানিয়ে ছিলেন এবার তাঁদের পরিবার সম্পূর্ণ হতে চলেছে, ৪ সদস্যের পরিবার। যদিও প্রথম সন্তানের পরে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করা এখনকার দিনে খুব একটা অবাক করা বিষয় নয়! সেই পথ যেন দেখাচ্ছে সেলিব্রিটিরাই। রাজ-শুভশ্রীর পর এবার টলিউড সুপারস্টার জিত দিলেন সুখবর। কন্যার ১২ বছর পরে দ্বিতীয় সন্তানের পিতা চলেছেন জিত।
মোহনা, কন্যা, এবং জিত সমন্বয়ে ফটোশুটের ছবি পোস্ট করে এদিন তাঁদের পরিবারের নতুন সদস্য আসার কথা ঘোষণা করলেন সুপারস্টার জিত। যা নিঃসন্দেহে টলিউড এবং জিতের ভক্তদের জন্যে খুশির খবর। মেয়ে ও স্ত্রীর সঙ্গে এদিন আকাশী বর্ণের পোশাকে সজ্জিত হয়ে নিজের ফেসবুকে সুখবরটি ঘোষনা করলেন জিত। যেখানে দেখা যাচ্ছে, মোহনা ও নভন্যা পরেছিলেন আকাশী বর্ণের লং গাউন, এবং জিতের পরনে ছিল আকাশী বর্ণের শার্ট ও প্যান্ট। তিনজনেই খোশ মেজাজে ছিলেন।মায়ের বেবিবাম্পে হাত রেখে নভন্যার চোখে মুখে যেন খুশির পরশ। জিতও খুব খুশি! এদিকে মোহনার বেবি বাম্প দেখে স্পষ্ট মাস কয়েকের মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন।এদিন জিৎ মোহনা আর নবন্যার সঙ্গে চারটি ছবি শেয়ার করে ফেসবুকে লিখলেন, ‘খুব জলদিই আসতে চলেছে আমাদের পরবর্তী সন্তান, এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশি। আমাদের প্রার্থনায় রাখবেন।’ এদিন জিৎ মোহনা আর নবন্যার সঙ্গে চারটি ছবি শেয়ার করে ফেসবুকে লিখলেন, ‘খুব জলদিই আসতে চলেছে আমাদের পরবর্তী সন্তান, এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশি। আমাদের প্রার্থনায় রাখবেন।’
২০১১ সালে রাজস্থানের ইংরেজি শিক্ষিকা মোহনাকে বিয়ে করেছেন জিৎ। বিয়ের একবছরের মধ্যেই তাঁদের ঘর আলো করে আসে নভন্যা। টলিউডের অন্যতম পাওয়ারফুল দম্পতি তাঁরা। এত বড় সুপারস্টারের বউ হওয়া সত্ত্বেও সবসময় নিজেকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখেন মোহনা। সাদামাটা জীবনযাপন করতেই পছন্দ করেন তিনি, দিন কয়েক ধরেই মেয়ের সঙ্গে জিতকে দেখা গেলেও মোহনার কোনও খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে জল্পনার অবসান হল। খুব শীঘ্রই পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে চলেছেন জিত। এদিকে কাজের দিকে খুব শীঘ্রই বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত মানুষ ছবিতে দেখা যাবে জিতকে। তাঁর শেষ রিলিজ ছিল চেঙ্গিজ। যা গোটা দেশে মুক্তি পেলেও খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি।