নিজস্ব প্রতিনিধি: করোনার পর এই প্রথম বিদেশে পাড়ি দিলেন অভিষেক-ঐশ্বর্য, সঙ্গে ছিল ছোট আরাধ্যাও। শনিবার সকালে মুম্বইয়ের বিমানবন্দরে দেখা যায় অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনকে।
সূত্রের খবর, প্যারিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। করোনার সকল স্বাস্থ্যবিধি মেনেই তাঁরা যাচ্ছেন বলে জানা গিয়েছে।
এদিন সকালে ট্র্যাক সুটে ছিলেন অভিষেক, ঐশ্বর্যর পরনে ছিল কালো আউটফিট। কিছুদিন আগেই ‘পন্নিয়ন সেলভান’ ছবির শুটিংয়ে মধ্যপ্রদেশ থেকে ফিরেছেন এই বলি সুন্দরী। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২২-য়ে মুক্তি পেতে পারে এই ছবি। শুটিং শেষ করে প্যারিসে পাড়ি দিলেন অভিনেত্রী।
উল্লেখ্য, এদিন এয়ারপোর্টে আরাধ্যার হাত ধরে ছিলেন ঐশ্বর্য। তা নিয়ে বহুবার ট্রোলডও হয়েছেন তিনি। এদিনও তার অন্যথা হল না। নেটিজেনরা লিখেছেন, ‘অবাক হচ্ছি, ঠিক কোন বয়সে আরাধ্যার হাত ছাড়বেন ঐশ্বর্য?’ আবার কেউ লেখেন, ‘আরাধ্যা এখন যথেষ্ট বড় মেয়ে, ওঁকে একা হাঁটতে দিন।’