নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সিনেমা হল ও থিয়েটার খোলার নির্দেশ দেওয়া হয়েছিল, যার কারণে ছবির নির্মাতার ব্যস্ত হয়ে পড়েছেন ছবি মুক্তির দিনক্ষণ নিয়ে। ওম রাউত পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’ মুক্তি পাবে ২০২২ সালে ১১ই অগস্ট। এই ছবিতে রামের ভুমিকায় দেখা যাবে প্রভাস, রাবণ চরিত্রে সইফ আলী খান আর সীতা রূপে হাজির হবেন কৃতি স্যানন।
এখান থেকেই শুরু জটিলতা। কারণ অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’ সিনেমাটিও মুক্তি পেতে চলেছে ওই একই দিনে। প্রথমে আনন্দ এল রাই পরিচালিত এই ছবির মুক্তির দিন ঠিক করা হয়েছিল ৫ই নভেম্বর।
তবে এই বিষয়ে প্রভাস কিংবা অক্ষয় কুমার কোন মন্তব্য করেননি। তবে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে লিখেন, ‘অক্ষয়-প্রভাসের বড় দ্বন্দ্ব।’ এতে মন্তব্য করে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছেন প্রভাস-অক্ষয় ভক্তরা। একজন লিখেছেন, ‘অক্ষয় বিজয়ী হবে। কারণ তিনি নিরাপদে খেলেন।’ কেউ কেউ লিখেছেন, ‘আমরা দুটো সিনেমাই দেখব।’