এই মুহূর্তে




‘রোম্যান্টিক মানুষ বলেই আমি আজও অবিবাহিত’, বিয়ে নিয়ে অকপট অম্বরীশ

নিজস্ব প্রতিনিধি: নেতিবাচক চরিত্রে অম্বরীশ ভট্টাচার্যকে খুব বেশি দেখা যায়নি। তবে তিনি এই চরিত্রে মানানসই নয়, তাও বলা যাবে না। কিন্তু দর্শকদের চোখে তিনি ইতিবাচক চরিত্রেই মানানসই। কারণ শ্রীময়ী থেকে গুড্ডি, খড়কুটো, রোশনাই-সব ধারাবাহিকেই আদ্যোপান্ত ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষত তাঁর কৌতুক অভিনয় দর্শকদের মন কাড়ে। এখন তাঁকে ‘চিরসখা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। অনেক দিন পরেই তিনি ধারাবাহিকে ফিরেছেন। সিরিয়ালে তাঁকে নায়িকার নন্দাই ‘অয়নদীপ’-এর চরিত্রে দেখা যাচ্ছে। তাঁর এই চরিত্রটি কিছুটা নেগেটিভ এবং রোমান্টিক মিশ্রিত। বউ কাছে থাকে না, দীর্ঘদিন পর কমলিনীর ননদ কুর্চির সঙ্গে আবারও ভাব জমছে তাঁর স্বামীর অয়নদীপের।

সেখানে চরিত্রের খাতিরে একটু রোমান্টিক ছন্দ তো আনতেই হবে। তাই অয়নদীপের চরিত্রটি একেবারে গুছিয়ে সাজিয়েছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। আর এটাই চরম প্রাপ্তি অম্বরীশের। এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে অভিনেতা জানিয়েছেন, লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে নায়ক-নায়িকা হল চিত্রনাট্য। সেখানে তাঁর চরিত্রটা অসাধারণ ভাবে বুনেছেন লেখিকা। তাঁর চরিত্র নেতিবাচক থেকে শুরু হলেও এখন কাহিনী মোড় নিয়েছে অন্য দিকে। কিন্তু তাঁকে নেতিবাচক চরিত্রের জন্যে কেউ ভাবেন না। কিন্তু এখানে বিশেষ কৃতিত্ব দিতেই হবে পরিচালক দিগন্ত সিন্‌হাকে। প্রতিটি দৃশ্যকে প্রশংসনীয়ভাবে সাজিয়েছেন তিনি।

বর্তমানে ‘চিরসখা’র কাহিনীতে দেখানো হচ্ছে, কুর্চির সঙ্গে অনেক দিন সম্পর্ক ছিল না অয়নদীপের। বহুদিন পরে স্বামী-স্ত্রীর সম্পর্ক সহজ হচ্ছে। তাই নেতিবাচক চরিত্রে অয়নদীপের ‘রোম্যান্টিক’ দিকটিকে ধীরে ধীরে ফুটিয়ে তোলা হচ্ছে। এই বিষয়ে অভিনেতা বলেন, ‘আমি বরাবরই খুব রোম্যান্টিক মানুষ। অত্যন্ত প্রেমিক মানুষ বলেই হয়তো এখনও বিয়ে করিনি। আমার মনে হয় যাঁরা খুব রোম্যান্টিক মানুষ তাঁরা যদি বিয়ে করে ফেলেন, তা হলে তো রোম্যান্স শেষ হয়ে যাবে। তাই এই চরিত্রকে আমি খুব উপভোগ করছি।’ তবে কুর্চির চরিত্রে থাকা অভিনেত্রী রাজন্যা মিত্রের সঙ্গে আগেও অনেক ধারাবাহিকে জুটি বেঁধেছেন অম্বরীশ। প্রায় ১০ বছরের সম্পর্ক তাঁদের। তাঁদের সমীকরণ আজও দর্শকের নজর কাড়ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫৩ তম সেঞ্চুরি করে নজির গড়লেন বিরাট, স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা

‘কান্তারা’র দৈব্যকে নিয়ে মজা করতে গিয়ে বিপাকে রণবীর সিংহ, ফের দায়ের মামলা

‘কত টাকা চাই তোর’, হরিদ্বারে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন গোপনে রেকর্ডিং, দেখেই ফুঁসে উঠলেন সানি

বিয়ের বিতর্কের মাঝে মুখ ঢেকে বৃন্দাবনে পলাশ, কার শরণাপন্ন হলেন স্মৃতির বাগদত্তা?

অসুস্থ শ্বশুর, লন্ডনে যাওয়ার অনুমতি চেয়ে ফের বোম্বে হাইকোর্টে রাজ-শিল্পা

‘সংসদের চিৎকার-চেঁচামেচিতে আজকাল কানে কম শুনছি’, বিস্ফোরক দাবি জয়া বচ্চনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ