এই মুহূর্তে




বাদশার বাঁ চোখে ব্যান্ডেজ, কী হয়েছে গায়কের?

নিজস্ব প্রতিনিধি : চোখে গুরুতর চোট পেয়েছেন বলিউডের বিখ্যাত র‍্যাপার এবং গায়ক বাদশা। আঘাতের কারণে চোখ ফুলে গিয়েছে। গায়কের পোস্ট করা ছবি দেখে শিউরে উঠছেন অনুরাগীরা। কীভাবে চোট পেলেন বাদশা? গায়ক সম্প্রতি জানিয়েছেন, কর্নিয়ায় আঘাত লাগার কারণে তাকে চোখের অস্ত্রোপচার করতে হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে, তাঁর চোখে ব্যান্ডেজ। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। কীভাবে আঘাত লাগল চোখে। সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে, তাঁর চোখে ব্যান্ডেজ। উত্তর আমেরিকায় অনুষ্ঠান করতে গিয়ে চোখে সামান্য অস্বস্তি শুরু হয়েছিল। সেই সময় তাঁর কর্ণিয়ায় কোনওভাবে সমস্যা হয়েছিল। তার জেরেই চোখে অস্ত্রোপোচার করতে হয়েছে তাঁকে। অনুষ্ঠান করতে করতেই চোখে কিছু ঢোকে গায়কের। তারপরেই কনসার্ট চালিয়ে গিয়েছেন তিনি। ভারতে ফিরে আসার পরেও চোখে অস্বস্তি ছিল। চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে একটি ছোট অপারেশনের কথা জানানো হয়। পাশাপাশি ৫দিন চোখে ব্যান্ডেজ লাগিয়ে  বিশ্রাম নেওয়ার কথা বলা হয়। সেই মতো বিশ্রামে থাকার ছবি শেয়ার করেছেন তিনি।

চোখের সামনের অংশকে ঢেকে রাখে স্বচ্ছ স্তর কর্নিয়া। এর ওপরেই আঘাত লেগেছে। ছোট আঘাত বড় বিপদ ডেকে আনতে পারে। গায়কের চোখের অস্ত্রোপচার করে বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। তাই চোখে ব্যান্ডেজ অবস্থায় ছিলেন তিনি। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। কর্নিয়ায় কীভাবে আঘাত লাগতে পারে, এই বিষয়ে বলা হয়েছে, ধুলো, বালি, ময়লা, চোখে ঢুকলে সমস্যা হয়, ধাতু বা কাঠের ক্ষুদ্রাংশ চোখে ঢুকতে পারে। নখ বা মেকআপ ব্রাশ থেকে দুর্ঘটনাক্রমে আঁচড় লাগতে পারে, কন্টাক্ট লেন্স সঠিকভাবে না পরলে সমস্যা হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর আগেই দ্বিতীয় সন্তানের জন্ম অভিনেত্রী জাগৃতি গোস্বামী ঘটকের, পুত্র না কন্যাসন্তান?

শারীরিক-মানসিক নির্যাতন সহ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার নয়নার কোরিওগ্রাফার প্রেমিক

ছেলের জন্য ফের বিপাকে শাহরুখ-গৌরী, মানহানির মামলা দায়ের সমীর ওয়াংখেড়ের

জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় গায়কের সহশিল্পী শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেফতার করল সিট

মুক্তি পাবে জুবিনের শেষ ছবি, কথা দিলেন গরিমা

TRP-র শীর্ষে জোড়া ধামাকা, ‘ফুলকি’র মুখে ছ্যাকা দিয়ে সেরা পাঁচে ‘চিরদিনই তুমি আমার’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ