26ºc, Rain
Sunday, 14th August, 2022 12:28 pm
নিজস্ব প্রতিনিধি: সেকি কাণ্ড! প্রিয় নায়কের সঙ্গে দেখা করার জন্যে বিয়েই ভেঙে দিলেন এক তরুণী। শুধু তাই নয়, নায়কের সঙ্গে দেখা করার জন্যে বিয়ের আসন থেকে উঠে এসে বিয়ের বেশেই হোটেলের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে শুরু করেন ওই তরুণী! তাহলে কী সত্যিই সত্যিই বিয়ে ভেঙ্গে গেল তাঁর? চলুন ব্যপারটা খোলাসা করা যাক। দেশের অন্যতম জনপ্রিয় বলিউড তারকা ভিকি কৌশল (Vicky Kaushal), তাঁর নামটা শুনলেই যেন সুন্দরীদের হৃদয়ের ধুকপুকানি বেড়ে যায়। নায়কের জনপ্রিয়তাও সারা দেশে ব্যাপক। যেমন, সুঠাম চেহারার অধিকারী তিনি, তেমন হ্যান্ডসাম তাঁর লুক। পরতে পরতে তাঁর জনপ্রিয়তা। এখন তো আবার দেশের অন্যতম সুন্দরী অভিনেত্রীর ‘বেটার হাফ’ তিনি, গত বছরের ডিসেম্বরেই নিজের ‘ক্রাশ’ ক্যাটরিনা কাইফকে বিয়ে করেছেন অভিনেতা। চুটিয়ে চলছে তাঁদের সংসার।
যাই হোক, ঘটনাটি হল, অভিনেতার ভক্তের একটি সাম্প্রতিক ভিডিও ইন্টারনেটে ব্যপক ভাইরাল হয়েছে। যখন অভিনেতার একজন মহিলা ভক্ত জানতে পারেন যে, তাঁর বিয়ে হচ্ছে যেখানে সেই একই হোটেল ভিকি কৌশলও উঠেছেন। আর এই কথা জানতে পেরেই ওই মহিলা ভক্ত বিয়ের মণ্ডপ ছেড়ে নায়কের সঙ্গে দেখা করার জন্যে তাঁর হোটেলের রুমের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে শুরু করেন। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, নববধূ অভিনেতার সঙ্গে দেখা করার জন্য, তাঁর বরকেও বিয়ের জন্যে অপেক্ষা করতে বলছেন। তিনি বলেন, “আমার বর নীচে আমার জন্য অপেক্ষা করছে কিন্তু ভিকির সঙ্গে ছবি না তোলা পর্যন্ত আমি কোথাও যাব না।”
View this post on Instagram
কিন্তু ওই ভক্তের স্বপ্নপূরণ হয় নি। ভাগ্যবশতঃ ভিকি তাঁর ভক্তের সঙ্গে দেখা করতে পারেননি। এই ঘটনাটি ২০২০ সালের এপ্রিল মাসে মুসৌরিতে ঘটেছিল, যেখানে ভিকি তাঁর আসন্ন চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্যে ওই হোটেলে উঠেছিলেন। বর্তমানে, ভিকি কৌশল মেঘনা গুলজারের ‘শ্যাম বাহাদুর’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ‘শ্যাম বাহাদুর’- সিনেমায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, ফতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রাকেও।