এই মুহূর্তে

‘BSF-এর উর্দি খেলনা নয়, ঠিক করে পরুন’, এবার বরুণ ধাওয়ানকে কটাক্ষ কংগ্রেস সাংসদের

নিজস্ব প্রতিনিধি: আর হাতে মাত্র কয়েকদিন! ২৩ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগেই মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ‘বর্ডার 2’। মূল ছবির ২৮ বছর পর মুক্তি পাচ্ছে ছবির সিক্যুয়েল, যা নিয়ে স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ছবির অভিনেতারাও জোরকদমে প্রচার শুরু করেছে। যদিও ‘বর্ডার 2’-এর প্রচার একটু অন্যরকম ভাবে করছেন নির্মাতারা। যেহেতু ছবিটি ভারতীয় প্রতিরক্ষা দফতরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তৈরি, তাই তারকারা ছবির প্রচারের জন্যে কখনও বিএসএফ চৌকিতে যাচ্ছেন, কখনও এয়ারফোর্স দফতরে যাচ্ছেন, আবার কখনও নৌবাহিনীর সঙ্গে দেখা করছেন, অর্থাৎ দেশের প্রতিরক্ষা বাহিনীদের নিয়েই ‘বর্ডার 2’-এর প্রচার সারছেন, সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টি। সম্পূর্ণ নতুন প্রজন্ম নিয়ে নির্মিত হয়েছে ‘বর্ডার 2’।

 

তবে ছবির ট্রেলার, গান রিলিজের পর থেকেই বরুণ ধাওয়ানের অভিনয় নিয়ে সমালোচনার ধুম উঠেছে সোশ্যাল পাড়ায়। অনেকেরই দাবি, ভারতীয় সেনার ভূমিকায় তাঁকে নেওয়া একেবারেই উচিত হয়নি। তিনি ওভার অ্যাক্টিং করছেন। যদিও বিষয়টি ভাল ভাবেই নিয়েছেন বরুণ। তিনি বলেছেন, তাঁকে নিয়ে চর্চার কারণেই ছবি হিট হবে। তবে বরণ ছবিতে যার চরিত্রে অভিনয় করছেন, তাঁর স্ত্রী বরুণকে প্রাণভরে আশীর্বাদ করেছেন। এবার বিএসএফ বাহিনীর উর্দি খারাপভাবে পরায় বরণকে তীব্রভাবে আক্রমণ করলেন রাজ্যসভায় তেলেঙ্গানার প্রতিনিধিত্বকারী কংগ্রেস সাংসদ অভিষেক সিংভি। তিনি ‘বর্ডার ২’-এ বিএসএফের পোশাককে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করার সমালোচনা করেছেন। বিএসএফ জওয়ানের পোশাক পরে সিনেমাটির প্রচারণার জন্যে বরুণ ধাওয়ানকেও কটাক্ষ করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare)

বরুণের একটি ভিডিও পুনরায় টুইট করে অভিষেক সাংভি লিখেছেন ‘এটি মর্মান্তিক, অবমাননাকর এবং বিএসএফ সেনাদের উপহাস। জওয়ানরা এই পবিত্র পোশাক পরে কুচকাওয়াজ করেন। কিন্তু বলিউড অভিনেতারা এই পোশাক পরে জিপে রাজার মতো সিনেমার প্রচার করছেন। বিএসএফের পোশাক কোনও খেলনা নয়, দেশপ্রেম জাঁকজমক নয়। বলিউড অভিনেতা দের এই ধরনের খেলা বন্ধ করে জাতির রক্ষীদের সম্মান করা উচিত।’ বর্ডার ২-এর একটি ইভেন্টের ভিডিওতে দেখা যাচ্ছে, BSF জওয়ানরা কুচকাওয়াজ করছে, তখনই ছবির কাস্ট এবং ক্রুরা জিপে করে অনুষ্ঠানস্থলে আসছেন। বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর হীরকজয়ন্তী বর্ষ উদযাপনে বরুণ ধাওয়ান, আহান শেট্টি, সোনু নিগম এবং সানি দেওলকে জমকালোভাবে এন্ট্রি নিতে দেখা যায়। তাতেই আপত্তি তুলেছেন অভিষেক মনু সিংভি। যিনি ভারতের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) সদস্য এবং রাজ্যসভায় তেলেঙ্গানার প্রতিনিধিত্ব করেন। সিংভি ১৯৯৭ সালে ভারতের সর্বকনিষ্ঠ অতিরিক্ত সলিসিটর জেনারেল হয়েছেন।এবং ২০০৬ সালে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। তিনি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতশিল্পী অনিতা সিংভির সঙ্গে বিবাহাত এবং এই দম্পতির দুটি ছেলে রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টলিপাড়ায় বিয়ের মরসুমে কি আলাদা পথে নবনীতা? জানালেন নিজের সিদ্ধান্ত

‘পুরোটাই গুজব!’ ম্রুণাল-ধনুশের বিয়ের খবরে জল ঢাললেন তারকা যুগলের টিম

কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

‘চলো একসঙ্গে সময় কাটাই’, নেটপ্রভাবীকে কুপ্রস্তাব, ফের বিতর্কে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

রোমান্টিক মুডে ‘ও রোমিও’, প্রথম গানেই দর্শকদের মন জয়

‘SIR নিয়ে হয়রানি দুঃখজনক’, নোটিস পেয়ে গর্জে উঠলেন মিঠাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ