এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিতর্ককে ‘নো পাত্তা’! ৫ দিনে ৫৬ কোটি আয়, ছবিটি দেখার জন্যে কোটি কোটি মানুষকে ধন্যবাদ আদা শর্মার

নিজস্ব প্রতিনিধি: গত বছর এভাবেই দেশে সাড়া ফেলেছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। ২০২৩ সালে একই ঘটনা পুনরাবৃত্তি হল ‘দ্য কেরালা স্টোরি’-কে ঘিরে। বিতর্কি চারিদিকে কৌতুহল বাড়িয়ে দিয়েছে দর্শকদের ছবিটি দেখার জন্যে। এত বিতর্কও দমাতে পারছে না দ্য কেরালা স্টোরি কে। মুক্তির দিনেই বক্সঅফিসে দুর্দান্ত রাজত্ব করেছে দ্য কেরালা স্টোরি। ইতিমধ্যেই ৫০ কোটি পেরিয়েছে ছবি। ৫ দিনে ৫৬ কোটি আয় করল ছবি। কথাতেই আছে ‘নেগেটিভ পাবলিসিটি ইজ গুড সাক্সেস’। ঠিক তেমনটাই হল দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিয়ে। ৫ মে পেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা। ট্রেলার সামনে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। ছবি মুক্তির আগে সুপ্রিম কোর্ট, কেরালা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্টে একাধিক অভিযোগ জমা পড়ে ছবিটির বিরুদ্ধে। কিন্তু আদালত সবটাই প্রত্যাখ্যান করে। ছবির মুক্তি বন্ধের কোনও কারণই আদালত খুঁজে পায়নি। শুরু থেকেই হলমুখী দর্শক। যেভাবে আয় করছে এই ছবি, তাতে বোধহয় লজ্জা পাবে সলমন-আমিররাও। এমনকী বাঙালি পরিচালক সুদীপ্তা সেন পরিচালিত এই ছবিটি ইতিমধ্যেই বাংলায় নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝামেলা চলছে তামিলনাড়ু আর কেরালাতেও। কিন্তু ব্যবসা একেবারে দমে নেই। বুধবার ছবির ৫ দিনের আয় (The Kerala Story Box Office Collection) সামনে আনলেন বিখ্যাত ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ।তরণ টুইটে লিখলেন, ‘দ্য কেরালা স্টোরি ব্লকবাস্টার হওয়ার দৌঁড় চালিয়ে যাচ্ছে। পঞ্চম দিনের আয় চতুর্থ দিনের থেকে অনেক বেশি। শুক্রবার ৮.০৩ কোটি, শনি ১১.২২ কোটি, রবি ১৬.০১ কোটি, সোম ১০.০৭ কোটি, মঙ্গল ১১.১৪ কোটি। মোট: ৫৬.৮৬ কোটি। #ভারত বিজ। #বক্স অফিস।’

এদিকে দ্য কেরালা স্টোরি প্রসঙ্গে দর্শকদের ধন্যবাদ জানিয়ে ছবির নায়িকা আদা শর্মা বলছেন, ‘আমরা প্রচুর সাপোর্ট পেয়েছি। আমি ধন্য তার জন্য। এই ছবি অনেক মেয়েকে সচেতন, সতর্ক করবে, তাঁদের জীবন বাঁচাবে। শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্র করতে গিয়ে আমি শারীরিক এবং মানসিক দুই ভাবে ভীষণই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। এর ক্ষত সোজাসুজি আমার আত্মায় পৌঁছেছে। আজীবনেও সেই ক্ষত সারবে না।’ তিনি আরও একটি শক্তিশালী নোটে লেখেন, “থিয়েটারে দাঁড়িয়ে অভ্যর্থনা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চলচ্চিত্র #TheKeralaStory উল্লেখ করছেন, সমালোচক এবং দর্শকরা আমার অভিনয়ের প্রশংসা করছেন, আপনাদের অনেকের কাছ থেকে হাউসফুল বার্তা, বাম্পার উদ্বোধন! এত কিছু স্বপ্নেও ভাবতে পারিনি। আমার জন্য আপনার সব স্বপ্ন সত্যি হচ্ছে #Greatful (sic)।’ এদিকে ৮ ই মে পশ্চিমবঙ্গে ছবিটি ব্যান করার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিন্দা করেছেন ছবি নির্মাতারা। এছাড়াও কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। যেগুলির শুনানি এই সপ্তাহেই হবে।

কেরালার গল্প সম্পর্কে

কেরালার গল্পটি কেরালার একজন নিরীহ হিন্দু মহিলাকে ঘিরে আবর্তিত হয়েছে, যাদের ইসলামিক বন্ধুরা ব্রেনওয়াশ করে ধর্মান্তরিত করে। পরে তাঁদের আইএসআইএস সন্ত্রাসী সংগঠনে পাঠানো হয়। ছবিটি পরিচালনা করেছেন সুদীপ্ত সেন এবং প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ। ফিল্মটি বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে কেরালার প্রায় ৩২,০০০ মহিলা এই বিপজ্জনক প্রকল্পের আওতায় আটকা পড়েছিলেন। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি স্ক্যানারে রয়েছে। ছবিটির ট্রেলারের বর্ণনা ‘৩২,০০০ নারীর গল্প’ থেকে পরিবর্তিত হয়েছে মাত্র সম্প্রতি তিন নারীর গল্পে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুত্রের পর কন্যাসন্তানের মা হলেন পরীমণি

হলুদ পোশাকে কৌশাম্বি, সাদা ধুতি-পঞ্জাবিতে আদৃত, ফাঁস হবু দম্পতির গায়েহলুদের ছবি

বাড়তি ভাড়া দিতে রাজি নন, ক্যাব চালকের হাতে হেনস্থা বিক্রান্ত ম্যাসির

২৭ বছর বলিউড আমাকে ডাকেনি, বিস্ফোরক ‘শয়তান’ অভিনেত্রী জ্যোতিকা

পাপারিৎজিদের দেখেই চটে লাল অন্তঃসত্ত্বা দীপিকা, হাত দিয়ে সরালেন ক্যামেরা

ডোমজুড়ে ‘সাথী’ ধারাবাহিকের নায়িকা ও তাঁর মাকে ব্যপক মারধর, ঘটনা কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর