এই মুহূর্তে




পহেলগাঁও হামলা নিয়ে নীরবতা ভাঙলেন দিলজিৎ দোসাঞ্জ, কী বললেন তিনি

নিজস্ব প্রতিনিধি: দিলজিত দোসাঞ্জ সম্প্রতি মালয়েশিয়ায় তার কনসার্টে বহুল আলোচিত হানিয়া আমির, ‘সর্দার জি থ্রি’, বিতর্ক এবং এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে আলোচনা করেছেন। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি অভিনেতা হানিয়া আমিরের সঙ্গে কাজ করার জন্য এর আগে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন দিলজিত দোসাঞ্জ। 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে পরিবেশনা করার সময়, দিলজিৎ দোসাঞ্জ পঞ্জাবি ভাষায় দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সর্দার জি থ্রি বিতর্ক সম্পর্কে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, "ফেব্রুয়ারিতে যখন আমার সর্দার জি থ্রি ছবির শুটিং হয়েছিল তখন ভারত পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলছিল।" ভয়াবহ পহেলগাঁও হামলার কথা বলতে গিয়ে তিনি বলেন, "এর পরে পহেলগাঁওয়ে মর্মান্তিক সন্ত্রাসী হামলা ঘটে। সেই সময়ে এবং এখনও আমরা সর্বদা প্রার্থনা করেছি যে সন্ত্রাসীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। পার্থক্য হল, আমার ছবিটি হামলার আগে শুটিং করা হয়েছিল।"

তারপর দিলজিত ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে হওয়া এশিয়া কাপের ক্রিকেট ম্যাচের কথা উল্লেখ করেন। সেখানে প্রথম ম্যাচে ভারত সাত উইকেটে জয় লাভ করে। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সেটাই ছিল ভারতের প্রথম ম্যাচ। "আমার কাছে অনেক উত্তর আছে, কিন্তু আমি চুপ করে ছিলাম। সবকিছু আমার ভেতরেই লুকিয়ে রেখেছিলাম। আমি কথা বলিনি। আমার কাছে অনেক উত্তর রয়েছে। যে তোমাকে কিছু বলে, তোমার ভেতরে সেই বিষ গ্রহণ করা উচিত নয়। আমি জীবন থেকে এটা শিখেছি। তাই আমি কিছু বলিনি, বলার মতো আরও অনেক কিছু আছে।" স্পষ্ট জবাব দিলজিতের। 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুবিন গর্গ মৃত্যুকাণ্ডে প্রথম গ্রেফতার, শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেফতার করল সিট

মুক্তি পাবে জুবিনের শেষ ছবি, কথা দিলেন গরিমা

TRP-র শীর্ষে জোড়া ধামাকা, ‘ফুলকি’র মুখে ছ্যাকা দিয়ে সেরা পাঁচে ‘চিরদিনই তুমি আমার’

বাদশার বাঁ চোখে ব্যান্ডেজ, কী হয়েছে গায়কের?

টিআরপি-র রেটিং দুর্বল, শেষ হচ্ছে প্রাক্তন ‘বেঙ্গল টপার’ ধারাবাহিক

দেবীপক্ষে বুকিং ঠাসা, অসুর হয়ে বাধ সাধছে বৃষ্টি, আশা আশঙ্কার দোলাচলে যাত্রাশিল্পীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ