এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জিমের নামে টাকা হাতিয়ে ‘গায়েব’ শ্রাবন্তী, থানায় দ্বারস্থ ট্রেনিরা, গ্রেপ্তারের মুখে নায়িকা

নিজস্ব প্রতিনিধি: এবার আর ব্যক্তিগত কারণে নয়, সরাসরি শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! নায়িকার সাধের জিম নিয়ে নালিশ থানায়। নায়িকার ব্যক্তিগত জীবন প্রতিনিয়ত নজরে রয়েছে নেটিদুনিয়ার। কিছুদিন আগেই তাঁর তৃতীয় স্বামী রোশন সিং অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় ‘পারজারি’ মামলা দায়ের করেছেন। যার ফলে স্থগিত হয়ে গিয়েছে অভিনেত্রীর খোরপোশের মামলা। এছাড়াও দিন দুয়েক আগেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে জেরবার নেটপাড়া। শোনা যাচ্ছে, শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানি’ র ছবির সেটেই শ্রাবন্তীর সঙ্গে তাঁর প্রেম। কিন্তু এই গুজবে চরম বিরক্ত শুভ্রজিৎ। অন্যদিকে অভিনেত্রীর দাবি, তাঁকে তিনি দাদা হিসেবে দেখেন।

যাই হোক, এবার আলোচনায় তাঁর সাধের জিম। বছর দু’য়েক আগে মধ্যমগ্রামের এক মলে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামক একটি জিম খুলেছিলেন। তখন রোশনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এবার সেই জিম নিয়েই ঝামেলা গড়াল থানা পর্যন্ত। ঠিক কী ঘটেছে? শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, জিম ট্রেনিংয়ের নামে টাকা তুলে জিম বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী। যার ফলে রীতিমতো বিপাকে পড়েছেন জিম- ট্রেনিরা। হাজার হাজার টাকা খরচ করে ওই জিমে ভর্তি হয়েছেন তাঁরা। কিন্তু এখন সেই জিমে ঝুলছে তালা। চলতি বছরের গোড়ার দিকে এক মাল্টিজিমের তরফ থেকে একটি বিজ্ঞাপন বের করে আকর্ষণীয় অফার দেওয়া হয়। বলা হয়, বছরে ১৮ হাজার টাকার পরিবর্তে সাড়ে সাত হাজার টাকা দিলে ভর্তি নেওয়া হবে জিমে। স্বাভাবিকভাবেই এই লোভনীয় অফারে অনেকেই ভর্তি হয়ে যান জিমে।

কিন্তু অভিযোগকারীদের দাবি, ভর্তি হওয়ার পরেই তাঁদের বলা হয়, চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে, এরপরেই হোলির নাম করে বন্ধ হয়ে যায় জিম। এরপর অভিযোগকারীরা মধ্যমগ্রাম থানায় জিমের মালিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে বলে, “গোটা বছরের জন্য আমরা জিম প্যাকেজের টাকা দিয়ে দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত তা খোলার লক্ষণ দেখছি না। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমাদের অনুরোধ আপনারা যদি দয়া করে এই ব্যাপারে অনুসন্ধান করে ও উপযুক্ত ব্যবস্থা নেন, তবে ভাল হয়।” সঙ্গে তাঁরা জিমে টাকা জমা দেওয়ার যাবতীয় অফিসিয়াল নথিও জমা দিয়েছেন।

এ প্রসঙ্গে এক বেসরকারি সংবাদমাধ্যমকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, “প্রত্যেকটা জিনিসের সময় থাকে। যারা নাম নথিভুক্ত করেছেন তাঁরা নিশ্চয়ই সময়মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনও কারণ আছে। তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। আমি এতটাই আমার কাজ নিয়ে ব্যস্ত যে ও দিকে সময় দিতে পারছি না। কিন্তু যারা যারা টাকা দিয়েছেন, তাঁরা নিশ্চয়ই তাঁদের টাকাটা পেয়ে যাবেন।” এই মুহূর্তে হাতে বেশ কিছু কাজ রয়েছে শ্রাবন্তীর। একদিকে রাজর্ষি দে’ র ‘সাদা রঙের পৃথিবী’ অন্যদিকে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরাণী’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভূতের ভবিষ্যৎ’-খ্যাত ‘আত্মারাম’-কে বাঁচাতে এবার অভিনব উদ্যোগ টলিউডের

পুষছেন গরু, শয়নকক্ষে ৫০ বছরের খাট, বাড়িকেই ‘ফার্মহাউস’ বানালেন বিবেক

‘২০১১-র আগে কোথায় ছিলে মা?’ পান্ডুয়া থেকে লকেটকে নিশানা অভিষেকের

৫৪-তে পা দিলেন কাঞ্চন মল্লিক, বরের জন্মদিনে রাজকীয় আয়োজন শ্রীময়ীর

জানেন কি, মনিষা নয়, রেখাই হতে পারতেন ‘হীরামাণ্ডি’র মল্লিকাজান

সামান্থার ভাইরাল নগ্ন ছবি নিয়ে শোরগোল, আইনি ব্যবস্থার হুমকি ভক্তদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর