এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ধারাবাহিকের খলনায়িকারা বাস্তবে কার সঙ্গে প্রেম করছেন দেখে নিন এক ঝলক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা ধারাবাহিক (Bengali Serial) শাশুড়ি বউমার কুটকচালির গল্পের দিন গিয়েছে বেশ কয়েক বছর হল। কিন্তু তাই বলে গল্পে খল চরিত্র থাকবেনা তাও কী হয়। নায়ক নায়িকার মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে কেউ প্রবেশ না করলে গল্প যে এক ঘেয়ে উঠবে। এবং এই তৃতীয় ব্যাক্তি হিসেবেই গল্পে প্রবেশ ঘটে খল চরিত্রদের। বর্তমান ধারাবাহিক গুলির গল্পের ট্রেন্ড অনুযায়ী বেশির ভাগ ক্ষেত্রেই এই খল চরিত্ররা হন নায়কের কোনো পুরনো বান্ধবী, অথবা অনেক ক্ষেত্রে পরিবারেরই কোনও আত্মীয়সজ্জন। গল্পে তাদের এক মাত্র কাজ নায়ক নায়িকার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা। খল নায়িকার চরিত্রে অভিনয় করলেও তাদের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। দজ্জাল খলনায়িকা (Villain) হওয়ার সুবাদে তাদের পর্দার জীবনসঙ্গীর (Life partner)সঙ্গে খুব একটা বনি বনা হয় না। কিন্তু বাস্তবের (Real) জীবনসঙ্গীর সঙ্গে তাঁদের কেমন সম্পর্ক? তা জানতে আগ্রহী থাকেন অনুরাগীরা। দেখে নিন এক ঝলকে বাংলা ধারাবাহিকের বর্তমান খলনায়িকাদের।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সাহেবের চিঠি। এই ধারাবাহিকেই খল নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবলীনা কুমার। দীর্ঘ দিন নাচের সঙ্গে যুক্ত থাকলেও এই বছরই অভিনয় জগতে পা রেখেছেন দেবলীনা। এবং শুরুতেই খলনায়িকার চরিত্রে দাপিয়ে অভিনয় করছেন্ তিনি। পর্দায় তাঁর সাহেবের সঙ্গে বিয়ে নাহলেও বাস্তব জীবনে দেবলীনা বিবাহিত। মহানায়ক উত্তম কুমারের নাতবউ তিনি। তার স্বামী গৌরব চট্টোপাধ্যায় স্টার জলসারই ওপর সিরিয়াল গাঁটছড়ার নায়ক।

স্টার জলসারই অপর এক জনপ্রিয় ধারাবাহিক গোধুলি আলাপ। এই ধারাবাহিকেই খল নায়িকার চরিত্রে অভিনয় করছেন করুণাময়ী রানী রাসমনি খ্যাত রোশনি ভট্টাচার্য। পর্দায় তিনি নায়ক অরিন্দমের সহকর্মী তথা ভাইয়ের বউ। পর্দার মত বাস্তব জীবনেও অভিনেত্রী বিবাহিত। দীর্ঘদিনের প্রেমিক তুর্য সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রোশনি।

স্টার জলসারই দুই জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণা এবং এক্কাদোক্কাতে একইসঙ্গে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী। ধুলোকণার গল্পে ফুলঝুরির সেজ মা অর্থাৎ চড়ুইয়ের মার চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। বাস্তব জীবনে অভিনেত্রী বিবাহিত। অভিনেতা সুদীপ সরকারের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর।

স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক নবাব নন্দিনীতে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনন্যা বিশ্বাস। গল্পে নায়ক নবাবের দজ্জাল বড়বউদি কমলিকার চরিত্রে অভিনয় করছেন অনন্যা। গল্পে কমলিকার প্রধান কাজ হল নবাব ও নন্দিনীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা। শুধু তাই নয় পর্দার জীবনসঙ্গী দেবাঞ্জনের উপর অত্যাচার করতেও পিছপা হয় না কমলিকা। কিন্তু বাস্তবে অভিনেত্রী ব্যাক্তিগত জীবনে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ। অভিনেতা রাজ মন্ডলের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন অভিনেত্রী।

ধারাবাহিক হর গৌরী স্পাইস হোটেলে খলনায়িকার ভুমিকায় অভিনয় করছেন সুরভী মল্লিক। গল্পে নায়কের বউদির ভুমিকায় অভিনয় করছেন সুরভী। বাস্তব জীবনে অভিনেতা অভিষেক বসুর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন অভিনেত্রী। এর আগে গঙ্গারাম ধারাবাহিকেও খলনায়িকার চরিত্রে অভিনয় করেন সুরভী। এই ধারাবাহিকেই গঙ্গারামের চরিত্রে অভিনয় করতেন অভিষেক। ধারাবাহিকের সেটেই দুজনের আলাপ তারপর প্রেম।

ধারাবাহিক গাঁটছড়াতে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ্রী মাইতি। গল্পে ঋদ্ধিমানের বোন কিয়ারার চরিত্রে অভিনয় করছেন। তিনি। গল্পে তিনি এখনও অবিবাহিত। কিন্তু বাস্তব জীবনে অঙ্কুশ্রী বিবাহিত এবং তাঁর একটি মেয়ে ও রয়েছে।

ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় তে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মিশমি দাস। গল্পে তাঁর চরিত্রের নাম রিনি। নায়ক টুকাইবাবুকে এক সময় বিয়ে করতে চাইলেও পরবর্তীকালে ঊর্মির দাদাকে বিয়ে করে চরিত্রটি। তবে বাস্তব জীবনে মিশমি অবিবাহিত হলেও বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ অভিনেত্রী। বিভান ঘোষের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মনোকিনি পরে সমুদ্রতটে ময়লা কুড়োচ্ছেন মিমি, কেসটা কী?

‘আমি দেশবাসীর জন্যে গাই’, পদ্মভূষণ পেয়ে আনন্দে আপ্লুত ঊষা উত্থুপ

জানেন কী, ৭ মাস ধরে ৭০০ কারিগরের সান্নিধ্যে তৈরি হয় ‘হীরামাণ্ডি’র সেট?

‘জয় শ্রীরাম’র কী মহিমা, যুবককে জড়িয়ে ধরলেন দেব

আমির, রণবীরের পর এবার কংগ্রেসের প্রচারে আল্লু, ভিডিও ঘিরে তোলপাড় নেটমহল

কেটে গেছে ১৫ বছর! বাংলাদেশে হারানো ২ বন্ধুর মিলন ভারতে, আসছে ‘পাশবালিশ’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর