এই মুহূর্তে




বউকে পেটানোর দায়ে গ্রেফতার বাংলাদেশের চর্চিত নায়ক হিরো আলম

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ মাস কয়েক আগে দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা আশরাফুল আলম তথা হিরো আলমের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ তুলেছিলেন তাঁর তৃতীয় স্ত্রী রিয়ামণি। এই মামলায় দিন কয়েক আগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট ওয়াহাদুজ্জামানের আদালত। অবশেষে রিয়ামণির দায়ের করা মামলার ভিত্তিতে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকার হাতরিঝিল থানা থেকে হিরো আলমকে গ্রেফতার করল পুলিশ।

ব্যক্তিগত হোক বা পেশাগত, বরাবরই বিতর্কিত আবার মজার ব্যক্তিত্ব হলেন হিরো আলম। মাস কয়েক আগেই তৃতীয় স্ত্রী রিয়ামণিকে তালাক দিয়ে জনসমক্ষে দুধস্নান করেছিলেন হিরো আলম। তিনি রিয়ামণিকে পরকীয়া সন্দেহে অভিযুক্ত করেছেন। অন্যদিকে রিয়ামণিও তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছেন। রিয়া মণির সেই অভিযোগের ভিত্তিতে হিরো আলমকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, মাস কয়েক আগেই হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে হিরো আলম ও তাঁর সহযোগীর বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছিলেন হিরো আলমের স্ত্রী রিয়ামণি। সেই মামলার ভিত্তিতেই বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত রিয়ামণির পক্ষে রায় দেন। এবং হিরো আলমকে গ্রেফতারের নির্দেশ দেন। বিষয়টি জানান রিয়ামণির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী।

তিনি বলেছেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এ জন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছিলাম। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারপতি।’ মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও তাঁর তৃতীয় স্ত্রী রিয়ামণির মধ্যে মনোমালিন্য দেখা গিয়েছিল। এরপর হিরো আলম রিয়ামণিকে তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। গত ২১ জুন রিয়ামণির পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানা এলাকায় হিরো আলমকে ডাকা হয়েছিল। কিন্তু অভিযোগ, তখন হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি রিয়ামণি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলে এবং গালিগালাজ শুরু করেন। এরপরে তারা রিয়ামণির বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয়। যাতে রিয়ামণির শরীরে প্রচন্ড আঘাত লাগে। এছাড়াও, হামলাকারীরা রিয়ামণির গলায় থাকা ‘দেড় ভরি’ সোনার চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে।

এরপরেই গত ২৩ জুন রিয়ামণি হিরো আলম এবং তাঁর সহযোগীর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন। সেই মামলার রায়ে ১২ নভেম্বর আদালত হিরো আলম ও তাঁর সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল। এবং আজ হিরো আলমকে গ্রেফতার করা হল। মাঝে মধ্যেই মজার মজার ভিডিও বানিয়ে বিতর্কের সম্মুখীন হন তিনি। এছাড়াও বেশ কয়েকবার দেশের নির্বাচনে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। একাধিক দলের হয়ে নির্বাচনের প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু কোনবারেই নির্বাচনে জয়লাভ করতে পারেননি হিরো আলম। বরং আইনি বিপাকে পড়েছেন তিনি বারবার। এবারেও তিনি বাংলাদেশ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু কোন দলের প্রার্থী হবেন, তা জানার আগেই গ্রেফতার হলেন হিরো আলম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রীকে পেটানোর মামলায় ২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

‘ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করে দেব’, হুঙ্কার খালেদার দলের মহাসচিবের

শাহরুখের মুকুটে নয়া পালক, দুবাইয়ে বসছে কিং খানের মূর্তি, তৈরি হচ্ছে টাওয়ার

স্বামী জাহিরের সঙ্গে প্রথমবার মসজিদে গিয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী, তবে কী ধর্ম বদলে ফেললেন?

চতুর্থ বিবাহবার্ষিকীতেই সংসারে নতুন সদস্যের আগমন, বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা

জামাইবাবুকে বিয়ে, প্রথম সাক্ষাতেই ধর্মেন্দ্রর প্রেমে পড়েন, রহস্যে মোড়া কামিনী কৌশলের জীবনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ