এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নীতিন দেশাইয়ের মৃত্যুর কারণে বাতিল ‘OMG 2’-এর ট্রেলার রিলিজ

নিজস্ব প্রতিনিধি: প্রকৃত রত্নকে হারিয়ে বলিউডের চোখে জল। আজ সকাল সকাল গোটা দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে একটি খবরে। বুধবার ভোর সাড়ে ৪ টে নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার নিজের স্টুডিওতে গলায় ফাঁস দিয়ে মারা যান বলিউডের স্বনামধন্য শিল্প পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাই। বলিউডের একজন অন্যতম সেরা আর্ট ডিরেক্টর ছিলেন তিনি। তাঁর হাতের জাদুতে সেজে উঠেছিল একাধিক ব্লকবাস্টার হিন্দি ছবির সেট। যার মধ্যে আছে, দেবদাস, 1942 লাভস্টোরি, খামোশী, লাগান, হাম দিল দে চুকে সানাম, সালাম বম্বে, প্যার হো না হি থা, বাদশা, অস্কার বিজয়ী সিনেমা স্লামডগ মিলিনিয়র, এছাড়াও একাধিক জনপ্রিয় টিভি শোয়ের সেট ডিজাইন করেছিলেন তিনি। যার মধ্যে আছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সেটও। এদিকে সব ঝামেলা ঝঞ্জাট পেরিয়ে আজই অক্ষয় কুমারের আসন্ন চলচ্চিত্র ‘OMG2’ এর ট্রেলার রিলিজ হওয়ার কথা ছিল। নীতিনের মৃত্যুর কারণে ‘OMG2’-এর ট্রেলার রিলিজ বাতিল করেছেন সুপারস্টার। বুধবার বিকেলে অক্ষয় টুইট করেছেন, “নিতিন দেশাই এর মৃত্যুতে অবিশ্বাস্যভাবে দুঃখিষ। তিনি প্রোডাকশন ডিজাইনে একজন অদম্য এবং আমাদের সিনেমা ভ্রাতৃত্বের একটি বড় অংশ ছিলেন। তিনি আমার অনেক ছবিতে কাজ করেছেন। এটি একটি বিশাল ক্ষতি। তাঁকে সম্মান জানানোর জন্য, আমরা আজ ওএমজি 2-এর ট্রেলার প্রকাশ করছি না। আগামীকাল সকাল ১১ টায় এটি লঞ্চ করব। ওম শান্তি।”

জানা গিয়েছে, তিনি প্রায় ১৮০ কোটির দেনায় জর্জরিত তিনি। নিজের কোম্পানির জন্যে একাধিক বিনোদন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ছিলেন তিনি। কিন্ত ২৫২ কোটির ঋণের মধ্যে মাত্র কয়েক কোটি পরিশোধ করতে পেরে ছিলেন পরিচালক। প্রায় ১৮০ কোটি টাকা এখনও পাওনাদাররা তাঁর কাছে পাবে। এত অবসাদ তিনি সহ্য করতে পারছিলেন না। তাই এই কঠিন পদক্ষেপ। বর্তমানে তাঁর স্টুডিওর তল্লাশি করছেন রায়গড় থানার পুলিশ। এদিকে রত্নকে হারিয়ে শোকে কাতর গোটা বলিউড, একাধিক স্বনামধন্য পরিচালক এবং অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিচালক মধুর ভান্ডারকর। দেশাইয়ের কথা স্মরণ করে, তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, তিনি সম্প্রতি নিতিন দেশাইয়ের মেয়ের বিয়েতে যোগ দিয়েছিলেন।

কিন্তু তাঁর মনে যে এত অশান্তি চলছে তা বিন্দুমাত্র বুঝতে পারেননি তিনি। মধুর ভান্ডারকরের কথায়, “৩ মাস আগে, আমি তাঁর মেয়ের বিয়েতে যোগ দিয়েছিলাম। জমকালো বিয়ে ছিল। জানুয়ারিতে, তিনি আমাকে ফোন করেছিলেন এবং ‘বাবলি বাউন্সার’-এর প্রশংসায় তিনি খুব খুশি হয়েছেন, সে কথাও জানিয়ে ছিলেন। তিনি বলেছিলেন ‘মধুর, আমি তোমার জন্য খুব খুশি। এরপর তিনি আমাকে তাঁর মেয়ের বিয়েতে যাওয়ার আমন্ত্রণ জানান। আশুতোষ গোয়ারিকর এবং আমি সেখানে গিয়েছিলাম। তিনি একজন খুব সুখী ব্যক্তি ছিলেন। তাঁর স্টুডিও খুব ভাল কাজ করছিল। আমি সত্যিই জানি না কি ঘটে গেল এর মধ্যে।”

কার্জাতের স্থানীয় বিধায়ক, মহেশ বলদি বিজেপি নিশ্চিত করেছেন যে, নীতিন দেশাই আর্থিক সংকটের কারণে আত্মহত্যা করে মারা গিয়েছেন। অনেক দিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। আজ সকালে তাঁর সহকর্মীরা দরজা ভেঙে প্রবীণ পরিচালকের দেহ উদ্ধার করে। তবে তিনি কোনও সুইসাইড নোট রেখে যাননি। পুলিশ একটি রেকর্ডিং খুঁজে পেয়েছে। যা ফরেন্সিক ডিপার্টমেন্ট তদন্ত করছেন। তবে MNS জেলা সভাপতি জিতেন্দ্র পাতিল বলেন, শেষ কয়েকদিন তাঁর স্টুডিওতেও নাকি কোনও শুটিং হচ্ছিল না। সব শুটিং বাতিল হয়ে যাচ্ছিল। সবটাই এখন পুলিশ তদন্ত করছে। আজ সকালে স্টুডিওর কেয়ারটেকর এর ফোনে পুলিশ ছুটে আসেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ শিল্পা শেট্টির বোন শমিতা, করতে হবে অস্ত্রোপচার, কী হয়েছে তাঁর?

জঙ্গলমহল থেকে ব্যারাকপুর, সর্বত্র প্রচারে ঝড় তুললেন দেব

‘আমি কোনও দলের সঙ্গে যুক্ত নই’, পিঠ বাঁচাতে সাফাই দিলেন আল্লু আর্জুন

মাত্র ৫৪ বছরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রখ্যাত দক্ষিণী পরিচালক বিজু

‘বহুরূপী’র শুটিং শেষ, অন্তিম দিনে বিরাট ভুরিভোজের আয়োজন, ছবি দিলেন ঋতাভরী

১২ বছর পর হলিউডে প্রত্যাবর্তন! অস্কারজয়ী ‘দুনে’-এর ফ্র্যাঞ্চাইজিতে তব্বু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর