এই মুহূর্তে




রাজনীতিতে যোগ দিচ্ছেন জিৎ? মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে নায়কের ছবি ভাইরাল হতেই জোর তরজা

নিজস্ব প্রতিনিধি: টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী এখন রাজনীতি অঙ্গনেও মাতামাতি করছে। বর্তমানে দেব, সোহিনী সরকার, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, লাভলী মৈত্র, রুদ্রনীল ঘোষ-সহ অনেক তারকা অভিনয়ের পাশাপাশি রাজনীতি ময়দানেও বেশ পাকাপাকি জায়গা বানিয়ে নিয়েছে নিজের। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম টলিউডের সুপারস্টার জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সরাসরি রাজনীতিতে যোগ না দিলেও তৃণমূলের আয়োজিত নানা ইভেন্টে নিমন্ত্রিত থাকেন। কিন্তু এক্ষেত্রে জিৎ একেবারেই ব্যতিক্রম। রাজনীতি ময়দান তো দূরের কথা, কোনও পুরস্কারপ্রদান অনুষ্ঠান বা বিজয়ী সম্মেলনী অনুষ্ঠানেও জিতকে কখনও দেখা যায়নি। বলা চলে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে তিনি শতহস্ত দূরে থাকারই চেষ্টা করেন।

ছবির কাজ বা প্রোডাকশন কাজের বাইরে ফ্যামিলি নিয়েই থাকতে ভালোবাসেন জিৎ। সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর বাড়িতে বিজয়া সম্মেলনীর আয়োজন করেছিলেন। সেখানেও জিৎকে দেখা যায়নি। অথচ শুক্রবার (৩১ অক্টোবর) ফেডারেশন আয়োজিত বিজয়া সম্মেলনীতে সেই তিনিই হাজির। আবার কালো কাক্কাপাড়, সাদা সুতোর কাজ করা পঞ্জাবি পরে একেবারে জামাই সেজে ধরা দেন অভিনেতা। তবে শুধু এতেই খামতি নয়, তিনি আমন্ত্রণ রক্ষার পাশাপাশি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গেও হাসিমুখে পোজও দিয়েছেন। সেই ছবি ছড়িয়ে পড়তেই নানা প্রশ্ন জেরবার। সকলের মনে একটাই প্রশ্ন, মন্ত্রীদের সঙ্গে ছবি তুলছেন জিৎ, শুধুই কী সৌজন্যবোধ, নাকি তিনিও রাজনীতিতে নাম লেখাচ্ছেন? আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তিনিও কী রাজনীতিতে যোগ দিচ্ছেন?

তবে এ বিষয়ে জিত এখনও মুখ না খুললেও মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এ বিষয়ে কোনও বক্তব্য নেই তাঁর। তিনি নিজেও ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে আমন্ত্রিত ছিলেন। এছাড়াও তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তিনি কাজ করছেন। দলনেত্রী নিজেই তাঁর উপর বিনোদন দুনিয়ার ভালমন্দ দেখার দায়িত্ব দিয়েছেন। কারও ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা নিয়ে কোনও আগ্রহ নেই তাঁর। তবে খবর, আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি হওয়ার কারণেই জিৎ বিজয়া সম্মেলনীতে যোগ দিয়েছিলেন। আর কোনও কারণ নেই। এদিন জিতের পাশাপাশি দেবও উপস্থিত ছিলেন। আর তাদের দেখেই ‘দুই পৃথিবী ২’ -এর দাবি জানিয়েছেন ভক্তরা। সে বিষয়ে অবশ্য দেব-জিৎ জানিয়েছেন, দুই পৃথিবী ২’ নিয়ে একমাত্র SVF-এর নির্মাতারাই কথা বলতে পারবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

‘বিয়েতে মেয়াদ এবং পুনর্নবীকরণের বিকল্প থাকা জরুরি’, কাজলের বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটপাড়া

‘অতিরিক্ত খাটুনি ও ক্লান্তির কারণেই অসুস্থতা’, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই জানালেন গোবিন্দা

গর্ভবতী সোনাক্ষী, তাই কী সলমানের দাবাং ট্যুর থেকে বাদ পড়লেন অভিনেত্রী, জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ