এই মুহূর্তে




মোদির সফরের আগেই মলদ্বীপের পর্যটন দূত হলেন ক্যাটরিনা কাইফ




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মলদ্বীপ মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন (এমএমপিআরসি) এর একটি বিভাগ হল ভিজিট মলদ্বীপ। তাদেরই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে জানা গিয়েছে, মঙ্গলবার বিখ্যাত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে মলদ্বীপের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর মনোনীত করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্বীকৃত ব্যক্তিত্ব ক্যাটরিনা কাইফকে আন্তর্জাতিকভাবে মলদ্বীপের প্রতিনিধিত্ব করতে পেয়ে তারা রোমাঞ্চিত, এমনটাই জানিয়েছে তারা।

পোস্টটির ক্যাপশনে ছিল, “#VisitMaldives-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে @katrinakaif-কে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত! তিনি সৌন্দর্যের মূর্ত প্রতীক, ক্যাটরিনা মলদ্বীপের চেতনার প্রতীক। এখানে বিলাসিতা, প্রশান্তির অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করা যায়। তাই এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগের জন্য তৈরি হয়ে যান। আরও মুগ্ধ হতে আমাদের সঙ্গে থাকুন। #MaldivesGlobalAmbassador”

সানি সাইড অফ লাইফের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের নতুন ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে ক্যাটরিনা বলেন, “মলদ্বীপ বিলাসিতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের শীর্ষস্থানকে প্রতিনিধিত্ব করে। এটি এমন একটি জায়গা যেখানে সৌন্দর্য প্রশান্তির সঙ্গে মিলিত হয়। সানি সাইড অফ লাইফের মুখ হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত।”

 

 

View this post on Instagram

 

A post shared by Visit Maldives (@visitmaldives)

এই বছরের শুরুতে ভারত এবং মলদ্বীপের মধ্যে কূটনৈতিক উত্তেজনার পর ক্যাটরিনার মলদ্বীপের ব্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে মলদ্বীপ ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে সহযোগিতা উন্নততর হবে এবং কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

নীল জলরাশি এবং উচ্চমানের ভ্রমণ শিল্পের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত মালদ্বীপ। এই দেশের প্রধান অর্থনৈতিক স্তম্ভ পর্যটনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ক্যাটরিনা কাইফকে কার্যত কাজে লাগিয়ে বৈচিত্র্যময় এবং ক্রমবর্ধমান সংখ্যক আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে চাইছে মলদ্বীপ তা বলার অপেক্ষা রাখে না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সংস্থার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন’, কর্মীদের চিঠি টাটা চেয়ারম্যানের

এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা করা হবে, এল ডিজিসিএর কড়া নির্দেশ

চলন্ত এক্সপ্রেসে নাবালিকাকে যৌন ইঙ্গিত, অভিযুক্ত ব্যক্তিকে মাটিতে ফেলে পেটালেন যাত্রীরা

দু’দিন আগেই রাঙা হয়েছিল সিঁথি, বিমান দুর্ঘটনায় মুছল নববধূর সিঁদুর

‘আনন্দ’-তে রাজেশ খান্নার জায়গায় তাকে নিতে পরিচালককে চাপ দিয়েছিলেন ধর্মেন্দ্র

পাল্টা হামলা চালাবে ইরান, আগেভাগেই সতর্ক হচ্ছে ইজরায়েল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ