এই মুহূর্তে

কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

নিজস্ব প্রতিনিধি: স্বামীর ৪১ তম জন্মদিনে মেয়ের নামে গাইলেন কিয়ারা আডভানি। শুক্রবার তথা ১৬ জানুয়ারি ৪১ বছরে পদার্পণ করলেন বলিউডের ‘হ্যান্ডসাম হাঙ্ক’ সিদ্ধার্থ মালহোত্রা। মাঝরাত থেকেই স্বামীর জন্মদিন সেলিব্রেশন করতে শুরু করেছেন ‘নতুন মাম্মি’ কিয়ারা আডভানি। তার কিছু ঝলক ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে মেয়ের নাম ধরে গাইতেও দেখা গিয়েছে। গতবছর ফেব্রুয়ারি মাসে গর্ভাবস্থার খবর দিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা দুজনেই, জুলাইয়ে মেয়ের জন্ম দেন অভিনেত্রী। অভিনয় থেকে সম্পূর্ণভাবে দূরে সরে মাতৃত্বকালীন সময় উপভোগ করেছেন কিয়ারা আডভানি। মেয়ের নাম রেখেছেন ‘সারায়া’। তবে মেয়ের মুখ এখনও গোপনেই রেখেছেন তারকা দম্পতি। যাই হোক, গতকাল রাত বারোটা বাজতেই সিদ্ধার্থের জন্মদিন সেলিব্রেশন করেন অভিনেতার তারকা পত্নী। প্রিয় মানুষের বিশেষ দিনে ছেলেমানুষ গিয়ে গিয়েছিলেন ‘ওয়ার 2’ নায়িকা। গভীর রাতে অন্তরঙ্গভাবে স্বামীর জন্মদিন উদযাপন করেন কিয়ারা।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি নিজেই। যেখানে দেখা যাচ্ছে, সিদ্ধার্থের জন্য ‘বার বার দিন ইয়ে আয়ে’ গানটি গাইছেন অভিনেত্রী, আর সিদ্ধার্থ বউয়ের এই ছেলেমানুষি দেখে হেসে কুপোকাত। তবে এই ভিডিওতে পরিচালক-প্রযোজক করণ জোহর এবং সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মনীষ মলহোত্রা কেও দেখা গিয়েছে। যা দেখে আনন্দ পেয়েছেন সিদ্ধার্থ, তাঁর চোখে-মুখে সেটা স্পষ্ট ছিল। ক্লিপে সিদ্ধার্থকে জন্মদিনের কেক কাটার আগে কিয়ারাকে জড়িয়ে ধরতে দেখা যায়। তা দেখে সকলকে হাততালি দিতে দেখা যায়। তবে বেশি আকর্ষণীয় ছিল, সিদ্ধার্থের চকোলেট জন্মদিনের কেকের উপর লেখা ছিল ‘সারায়ার বাবা’ এবং ‘ড্যাডি কুল।’ কিয়ারা সেই ছবিও পোস্ট করেছেন। যা তাঁদের মেয়েকে উৎসর্গ করেছেন। পোস্টের পাশাপাশি, কিয়ারা তার স্বামীর জন্য একটি হৃদয়গ্রাহী বার্তা লিখেছেন। লিখেছেন, ‘সারায়ার প্রিয় মানুষ এবং সবচেয়ে সুন্দর বাবা। এখনও তোমার উপর ভরসা করি। এখন আমাদের ছোট্টটিও তোমার উপর নির্ভর। শুভ জন্মদিন, স্বামী।’

 

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের একটি বিলাসবহুল ফোর্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ-কিয়ারা, বিয়ের দুইবছর পর পরিবারে সারায়াকে স্বাগত জানান। তবে বাবা-মা হওয়ার পর থেকে, এই দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবনকে স্পটলাইট থেকে দূরে রেখেছেন, মাঝে মাঝে তাদের পারিবারিক জীবনের মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এদিকে, পেশাদার ক্ষেত্রে, সিদ্ধার্থকে শেষ দেখা গিয়েছিল জাহ্নবী কাপুরের সঙ্গে পরম সুন্দরীতে। পরবর্তীতে তাঁকে ভবন: ফোর্স অফ দ্য ফরেস্ট ছবিতে দেখা যাবে। ছবিটিতে তামান্না ভাটিয়াও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, কিয়ারাকে শেষ প্রেক্ষাগৃহে দেখা গিয়েছিল হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের সঙ্গে ওয়ার ২-তে। অভিনেত্রী এখনও তাঁর আসন্ন কোনও প্রকল্পের ঘোষণা দেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টলিপাড়ায় বিয়ের মরসুমে কি আলাদা পথে নবনীতা? জানালেন নিজের সিদ্ধান্ত

‘পুরোটাই গুজব!’ ম্রুণাল-ধনুশের বিয়ের খবরে জল ঢাললেন তারকা যুগলের টিম

‘চলো একসঙ্গে সময় কাটাই’, নেটপ্রভাবীকে কুপ্রস্তাব, ফের বিতর্কে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

রোমান্টিক মুডে ‘ও রোমিও’, প্রথম গানেই দর্শকদের মন জয়

‘SIR নিয়ে হয়রানি দুঃখজনক’, নোটিস পেয়ে গর্জে উঠলেন মিঠাই

মুম্বইয়ের রাস্তায় ৫০ লাখের ‘টেসলা সাইবারট্রাক’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সঞ্জয় দত্ত, কিনলেন নাকি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ