এই মুহূর্তে




বুদ্ধ অবতার থেকে চোখ ধাঁধানো লাল গাউন, ‘মিস ইউনিভার্স’ মঞ্চে নজর কাড়ছেন ভারতীয় সুন্দরী

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ১ দিন! কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স’ এর মুকুট? শুক্রবার (২১ নভেম্বর) মিস ইউনিভার্সের ফাইনাল আসর। এ বছর মিস ইউনিভার্সের আসর বসেছে থাইল্যান্ডের ব্যাঙ্কক এবং ফুকেটে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন মণিকা বিশ্বকর্মা। যিনি ৭০ দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ে সামিল হয়েছেন। তবে শুধু সুন্দর নয়, নানা ধরনের কঠিন পরীক্ষার মাধ্যমে এগিয়ে যেতে হয় প্রতিযোগীদের। তাই এই প্রতিযোগিতায় জেতা ইতিহাস গড়ার মতো। গতকাল হয়ে গিয়েছে, মিস ইউনিভার্সের জাতীয় পোশাক রাউন্ড। যেখানে ভারতের প্রতিনিধিত্বকারী ‘মিস ইন্ডিয়া ২০২৫’ মণিকা বিশ্বকর্মা অভিনব একটি পোশাকে সকলের নজর কেড়েছেন। এই রাউন্ডে মুলত নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন প্রতিযোগীরা। ১৯ নভেম্বর জাতীয় পোশাক রাউন্ডে মণিকা ভারতীয় সংস্কৃতি এবং উচ্চ গ্ল্যামারের এক অত্যাশ্চর্য মিশ্রণে অনন্য সোনালী পোশাক পরে মিস ইউনিভার্সের মঞ্চে উঠেছিলেন। তাঁর পোশাকে ভারতের রাজকীয় এবং নাট্যরূপ সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ ছিল।

তিনি এই পোশাকের মাধ্যমে বৌদ্ধ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মুহূর্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তার পোশাকে বুদ্ধের জ্ঞানার্জনের চিত্র ফুটে উঠেছিল। এদিন মণিকা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উপস্থাপক ঘোষণা করেন, “এই চেহারাটি বোধিবৃক্ষের নীচে বুদ্ধের জ্ঞানার্জনের পবিত্র মুহূর্তকে সম্মান করে। একটি গভীর আধ্যাত্মিক অনুষ্ঠানের সম্মানে, আমি ভারতকে উপস্থাপন করছি।” মনিকার সোনালী পোশাকটি ছিল সম্পদ, দেবত্ব, সমৃদ্ধি এবং শক্তির প্রতীক। পোশাকটিতে ছিল একটি ফিটেড টপ, একটি পূর্ণ মেঝে-দৈর্ঘ্যের স্কার্ট এবং বিশাল হাতা। গাউনটিতে ছিল জটিল সূচিকর্ম এবং হস্তশিল্প। গাউনের ফ্যাব্রিক আলো পোশাকের জাঁকজমক বাড়িয়ে তুলেছিল। একটি বৃহৎ স্তরযুক্ত মুকুট তার ঐশ্বরিক এবং রাজকীয় ভাবকে আরও বাড়িয়ে তুলেছিল। মনিকা তার লুকটি সম্পূর্ণ করেছিলেন একটি মানানসই সোনার নেকপিস এবং কানের দুল দিয়ে, যেটি ঐতিহ্যবাহী ভারতীয় নকশার প্রতিফলন ঘটিয়েছে।

১৯ নভেম্বর ইনস্টাগ্রামে মণিকা তার এই লুকের বিস্তারিত শেয়ার করে লিখেছিলেন, “ভারত বৌদ্ধধর্মের পবিত্র সূচনা দ্বারা অনুপ্রাণিত, এই অত্যাশ্চর্য পোশাকটি সেই মুহূর্তকে শ্রদ্ধা জানায় যখন রাজপুত্র সিদ্ধার্থ বোধগয়ায় বোধিবৃক্ষের নীচে জ্ঞান অর্জন করেছিলেন। এমন একটি মুহূর্ত যা বিশ্বজুড়ে জ্ঞান এবং শান্তি ছড়িয়ে দিয়েছিল। পোশাকটি রাজকীয় সোনা এবং জাফরান দিয়ে তৈরি, যা দেবত্ব, পবিত্রতা এবং জ্ঞানের চিরন্তন আলোর প্রতীক। পোশাকটির কাঠামো প্রাচীন মন্দির স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত, যা ভারতের সাঁচি এবং বৌদ্ধগয়ার বৌদ্ধ মঠগুলিকে শোভিত সোনালী চূড়া এবং স্তূপের কথা মনে করিয়ে দেয়।” তার পোস্টে আরও লেখা ছিল, “ধর্মচক্র, বা সত্যের চাকা, পোশাকের কেন্দ্রে জ্বলজ্বল করছে। এটি একটি আলোকিত সোনালী প্রতীক যা জীবনচক্র, নৈতিক আইন এবং অষ্টমুখী পথের প্রতিনিধিত্ব করে। কেন্দ্রে থাকা চাকাটি ভারত থেকে বিশ্বে বৌদ্ধ দর্শনের প্রসারের প্রতিনিধিত্ব করে।” তারপর, তিনি সন্ধ্যায় একটি গাঢ় লাল গাউন পরেছিলেন, যাতে মনিকাকে একেবারে অত্যাশ্চর্য দেখাচ্ছিল। চকচকে পাথর এবং স্ফটিক দিয়ে সজ্জিত এই গাউনে তাঁকে অত্যাশ্চর্য দেখাচ্ছিল।

২১ নভেম্বর ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন মণিকা। এই বছর, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বজুড়ে ১৩০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন। মিস ইউনিভার্স অর্গানাইজেশন (MUO) অনুসারে, থাইল্যান্ডে শুক্রবার সকাল ৮টায় নন্থাবুরির পাক ক্রেটের ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে এই সৌন্দর্য প্রতিযোগিতার ৭৪তম সংস্করণ শুরু হবে। এর অর্থ হল আপনি ভারতে সকাল ৬:৩০ (IST) তে কভারেজ দেখতে পারবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেক্সিকোর ফতিমা বস্কের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

‘সময় পেলে আমিও সিরিয়াল দেখি, আমার ভাল লাগে’, টেলি আকাডেমি মঞ্চে গোপন কথা ফাঁস মমতার

পরিণীতাকে ছ্যাকা! টিআরপিতে অসাধ্য সাধন করল ‘রাঙামতী তীরন্দাজ’, শীর্ষস্থানে কে?

ঝুলনের বায়োপিক মনে ধরে নি নেটফ্লিক্সের, কবে মুক্তি পাবে অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস’?

জল্পনায় সিলমোহর! দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম, বেবি বাম্প প্রকাশ্যে এনে দিলেন সুখবর

‘পশুর সঙ্গমের দৃশ্য’ বাদ, ৩টি সংলাপে কাঁচি, শর্তসাপেক্ষে মুক্তির ছাড়পত্র পেল ‘মাস্তি ৪’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ