এই মুহূর্তে




বিপ্লবী বেশে দেখা যাবে জিৎ-কে, প্রকাশ্যে ‘বিপ্লব অনন্ত, এর কোনও শেষ নেই’ ছবির মোশন পোস্টার

নিজস্ব প্রতিনিধি: বেশ অনেকটা সময় পর আবারও রূপালি পর্দায় দেখা যাবে জিৎ-কে। বহু বছর পর জিৎ টলিউডে নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনও ব্যানারে কাজ করছেন। পথিকৃৎ বসুর দর্শকদের সামনে নিয়ে আসছেন বিপ্লবী অনন্ত সিং-এর বায়োপিক। তাঁরই পরিচলনায় পর্দায় দেশপ্রেম ফুটিয়ে তুলবেন জিৎ। বিপ্লবী অনন্ত সিং যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক ছিলেন তাঁর ভূমিকায় অভিনয় করবেন টলিউড সুপারস্টার। ছবির নাম ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। ছবিটির শুভ মহরৎ সম্পন্ন হয়েছে কালীপুজোর শুভক্ষণে। এবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার। সেখানেই বড় চমক দিয়েছেন অভিনেতা।

অভিনেতা টোটা রায়চৌধুরী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। শুরু হয়ে গিয়েছে, জিৎ অভিনীত সেই ছবি ‘কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী’ সিনেমার শুটিং। জানা গিয়েছে, এই পিরিয়ড ড্রামার শুটিং হতে চলেছে কলকাতা, ঝাড়খণ্ড, মাসাঞ্জর ড্যাম-এর মতো বিভিন্ন জায়গায়। জানা গিয়েছে পরিচালক পথিকৃৎ বসু গোটা টিম নিয়েই নেমেছেন ময়দানে। তবে মঙ্গলবার প্রকাশিত মোশন পোস্টারের কোলাজে ফুটে উঠেছে বিপ্লবী বেশে জিতের অবয়ব ও স্বাধীনতা উত্তর পর্বে বিপ্লবীদের নানা কর্মকাণ্ডের ছবি। দীর্ঘ দিন পর নয়া অবতারে অভিনেতাকে দেখে আপ্লুত জিৎ অনুরাগীরা।

এই ছবিতে জিৎকে বিপ্লবী অনন্ত সিংয়ের আদলে সাজিয়ে তুলবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী সোমনাথ কুন্ডু। যিনি একাধিক কাজ করে দর্শকদের বিস্মিত করেছেন। ইতিমধ্যেই পাওয়া গিয়েছে অভিনেতার প্রস্থেটিক লুকের ঝলক। শুধু এবার পর্দায় দেখার অপেক্ষা। এই ছবি তৈরি হতে চলেছে নন্দী মুভিজের প্রযোজনায় ও প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায়। ষাটের দশকের কলকাতার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে গল্প। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে গল্পের মূল নায়ক অনন্ত সিংহ হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায় কীভাবে একজন বিপ্লবী হয়ে উঠলেন সেই গল্পই ফুটিয়ে তোলা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফর্মে ফিরল ‘পরশুরাম’, টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’-র, শীর্ষাসন দখলে কার?

বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ