এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ধর্ষণের কথা আদালতে মুখ ফুটে বলতে পারলেন না পরীমণি, ফের পিছিয়ে গেল সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সবেমাত্র ছেলেকে সুস্থ করিয়ে বাড়ি নিয়ে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটা ছেড়া চলছেই অবিরত। কখনও পঞ্চম স্বামী রাজের সঙ্গে তাঁর বিচ্ছেদের জন্যে তিনি সংবাদের শিরোনামে উঠছেন আবার কখনও মাদক পাচারকাণ্ডে, ধর্ষণকাণ্ডে এখনও তাঁর লড়াই জারি রয়েছে। ছেলে রাজ্য কিছুদিন আগেই ধুম জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আর ছেলের সঙ্গে সঙ্গে মা পরিমণিও হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে রাজের সঙ্গে অনেকদিন ধরেই একসঙ্গে থাকেন না পরীমণি। তাঁদের সঙ্গে রাজের যোগাযোগও তেমন নেই। অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই পরীমণির সঙ্গে তেমন সম্পর্ক নেই রাজের।

এখন মলদ্বীপে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা। এত ঝামেলার মধ্যে আবারও অভিনেত্রীর মাথায় আইনি খাড়া ঝুলছে। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ উঠেছিল। তার কিছুদিন পরেই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন পরীমণি। এখনও সেই মামলা চলছে। আজ সেই মামলার সাক্ষ্য দিতে আদালতে হাজির হলেন পরীমণি। সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকার আদালতে হাজির হয়েছেন তিনি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকা আদালতে তাঁর সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল। অন্যদিকে মামলার তিন আসামি নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম আদালতে এসেছেন। তবে এদিন লজ্জায় সেদিনের ঘটনা বর্ণনা করতে পারছিলেন না। আবারও আগামী তারিখ ধার্য করা হল। দুপুরে পৌনে একটার দিকে সাক্ষ্য দেওয়া শুরু হলেও সেদিন রাতে বোট ক্লাবে ঠিক কি ঘটেছিল বিস্তারিত তুলে ধরতে ইতস্তত বোধ করছিলেন পরীমণি। বিচারক তখন পরীমণির কাছে জানতে চান, তিনি সাক্ষ্য দেওয়ার জন্য ফিট আছেন কিনা? পরীমণি বলেন, ‘আজকে ফিট না। প্রিপারেট হয়ে আসিনি। আর সবার সামনে এসব কথা বলতে চাচ্ছি না।’ এরপরেই আদালত আগামী ১৩ সেপ্টেম্বর তার অবশিষ্ট সাক্ষ্যের তারিখ ধার্য করেন। মামলাটির আগামি ধার্য তারিখের দিন সঠিকভাবে উপস্থিত থাকার নির্দেশ। এর আগেও পরীমণি অসুস্থ থাকায় এরআগে কয়েকদফা সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ছিল।

গত বছরের ১৯ এপ্রিল নাসির ও অমির এই মামলার দায় থেকে অব্যাহতির জন্যে আবেদন করেছিলেন। কিন্তু এই আবেদনের বিরোধিতা করেছিলেন পরীমণির আইনজীবী। এরপর ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তাঁর বন্ধু অমির নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন পরীমণি। জানা গিয়েছে, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার একটি বোট ক্লাবে গিয়ে সেখানে মদ্যপান করেন পরিমণি। আর ক্লাব ভাঙচুর করেন তিনি এবং তাঁর বন্ধুরা। এই ঘটনায় ঢাকার ক্লাব কর্তারা পরীমণির বিরুদ্ধে মামলা দায়ের করলে, পরীমণি পাল্টা তাঁদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করার অভিযোগ তোলেন। এরপরই তিনি মামলা দায়ের করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৮ বছরের কারাদণ্ড ইরানি পরিচালক রাসউলফের, তাঁর অপরাধ কী?

জ্যাকলিনের গানের শীর্ষ ১০০ ভিউয়ার্সদের জন্যে পুরস্কার ঘোষণা সুকেশের

তাঁর নামে মিথ্যে প্রচার, একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের বুবলীর

গৌতম ঘোষের ‘হেমন্তের অপরাহ্ন’র পোস্টার রিলিজ

রাণাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে প্রচারে দেব

কেন লকেটের বিরুদ্ধে ‘অনভিজ্ঞ’ রচনা, খোলসা করলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর