27ºc, Haze
Friday, 24th March, 2023 10:05 pm
নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী মাহিয়া মাহিকে (Mahia Mahi) গ্রেফতারের (Arrest) পর তার উপর নির্যাতন (Torture) করেছে পুলিশ (Police)। শনিবার সংবাদমাধ্যমের কাছে এমন বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশের অভিনেত্রী। শুধু তাই নয় গ্রেফতারের পর এদিন আদালতে তোলা হলে বিচারক তাঁর কোনও কথা শোনেননি বলেও অভিযোগ করেন তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এদিন ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন তিনি। গ্রেফতারের পর পুলিশের গাড়িতে বসে সাংবাদিকদের উদ্দেশ্যে ‘অন্তঃসত্ত্বা’ অভিনেত্রী বলেন, ‘ওরা আমাকে টর্চার করছে।’
গ্রেফতারের পর গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয় মাহিকে। এরপর আদালত থেকে বেরিয়ে বিচারক তাঁর কোনও কথা শোনেননি বলে অভিযোগ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘জজ আমার সঙ্গে কোনো কথা বলেননি। তিনি বসেছেন আর উঠেছেন। এক সেকেন্ডের মধ্যে কিভাবে আদালত শেষ হয়ে যায়?’ উল্লেখ্য শুক্রবার মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা করে পুলিশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় অভিনেত্রীর বিরুদ্ধে। শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ফেসবুক লাইভ করেন মাহি। সেখানে স্বামী রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ করেন অভিনেত্রী।