এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ছেলেদের নিয়ে প্রথম ‘ওনাম’ পালন করলেন ভিগনেশ-নয়নতারা

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে, শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। ছবিতে সুপারস্টারের বিপরীতে প্রথমবার জুটি বাঁধবেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। তাঁদের কেমিস্ট্রি দেখার জন্যে উদগ্রীব ভক্তরা। ইতিমধ্যেই তাঁদের রসায়নের দু-একটা ঝলকও প্রকাশ্যে এসেছে। আর ভক্তদের কাছ থেকে ভালই সাড়া মিলেছে। ছবি রিলিজের আগেই বাচ্চাদের নিয়ে প্রথম ‘ওনাম’ পালন করলেন দক্ষিণের পাওয়ারফুল দম্পতি ভিগনেশ শিবান-নয়নতারা। ২০২২ সালে জওয়ানের শুট চলাকালীনই দীর্ঘদিনের প্রেমিক-পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন অভিনেত্রী নয়নতারা। তাঁদের বিয়েতে হাজির ছিলেন, খোদ শাহরুখ খানও। আর বিয়ের দু মাস পরেই অভিনেত্রী পরিবার স্বাগত জানান তাঁদের পুত্রসন্তানকে।

হ্যাঁ, বিয়ের আগেই বাবা-মা হওয়ার পরিকল্পনা সেরে ফেলেছিলেন শিবান-নয়নতারা। তাই তো বিয়ের দুমাসের মধ্যেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের পিতা-মাতা হন শিবান-নয়নতারা। এই নিয়ে সেই সময়ে কম বিতর্কও ওঠেনি। তবে তারকা দম্পতি বিতর্কে কোনও প্রকার সাড়া না দিয়ে ছেলেদের নাম ঘোষণা করেন। তবে তাঁদের মুখ আজও আড়ালে রেখেছেন সেলিব্রিটি দম্পতি। সম্প্রতি হয়ে গেল, তাঁদের ওনাম পালন। ভিগনেশ তাঁর বাড়িতেই ছেলেদের ওনামের আয়োজন করেছিলেন। এদিন ওনাম উদযাপনের এক ঝলক শেয়ার করলেন পরিচালক মশাই। যমজ ছেলে উইর এবং উলাগামকে স্বাগত জানানোর পর এটি তাঁদের প্রথম ওনাম। তাঁদের সাম্প্রতিক ছবি গুলিতে দেখা যাচ্ছে, তারকা জুটির যবজ সন্তান ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ওনাম ভোজ উপভোগ করছে। একটি ছবিতে নয়নতারা এবং ভিগনেশকে তাঁদের বাচ্চাদের মাথায় চুমু দিতে দেখা গিয়েছে।

এদিন তাঁদের পুরো পরিবার সাদা পোশাকে সেজে ছিলেন। নয়নতারা অফ-হোয়াইট সালোয়ার স্যুটের সঙ্গে গজরা এবং রূপালী কানের দুল পরেছিলেন। তবে বাচ্চাদের ছবিগুলি পেছন থেকে ক্লিক করা হয়েছে, যাতে তাঁদের মুখ প্রকাশ না পায়। ইনস্টাগ্রামে ফটোগুলি শেয়ার করে, ভিগনেশ লিখেছেন, “আমার উয়ির এবং উলাগামের প্রথম ওনাম #GodBless। যেহেতু এখানে উত্সবটি খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে! সবাইকে অগ্রিম শুভ ওনামের শুভেচ্ছা জানাই।”নেটিজেনরা কমেন্ট সেকশনে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। নয়নতারা এবং ভিগনেশ ৯ জুন, ২০২২ সালে মহাবালিপুরমের একটি রিসর্টে ঐতিহ্যভাবে গাঁটছড়া বাঁধেন এবং ৯ অক্টোবর তাঁরা তাঁদের যমজ ছেলেদের স্বাগত জানান।

ওনাম কী?

ওনাম দক্ষিণ ভারতের প্রধান উৎসব। এই উৎসবটি কেরালা রাজ্যে ধুমধাম করে পালিত হয়। কেরলে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত ওনাম উৎসব। মালায়ালম ক্যালেন্ডার অনুসারে, ওনাম উৎসব পালিত হয় চিংগাম মাসে। চিংগাম হল মালায়ালাম ক্যালেন্ডারের প্রথম মাস, যা বেশিরভাগই অগস্ট-সেপ্টেম্বরের মধ্যে পড়ে। এটা বিশ্বাস করা হয় যে ওনাম অর্থাৎ তিরুওনামের দিনে, রাজা মহাবলি তাঁর সমস্ত প্রজাদের সঙ্গে দেখা করতে আসেন, যার আনন্দে এই উৎসব। এর প্রথম দিনটিকে বলা হয় অথম এবং দশম দিনটিকে তিরুওনাম। এটি আনন্দ, উদ্দীপনা এবং ঐতিহ্যে পূর্ণ একটি উৎসব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গাড়ি উল্টে নর্দমায়, মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত ‘লিও’ অভিনেতার বাবা-মা

হাত ভাঙা নিয়ে কানে রওনা দিলেন ঐশ্বর্য, তাঁর পিছু পিছু গেলেন কিয়ারা, শোভিতা

বদলাচ্ছে ফুলেরার ‘সচিব’, প্রকাশ্যে ‘পঞ্চায়েত ৩’-এর চমকপ্রদ ট্রেলার, মুক্তি ২৮ মে

কনসার্ট চলাকালীন জুবিনকে জড়িয়ে ধরে চুমু, বরখাস্ত মহিলা পুলিশকর্মী

কান উৎসবের উদ্বোধন করলেন মেরিল স্ট্রিপ, রেড কার্পেটে হাঁটল কুকুর মেসি

মাতৃহারা ‘মিঠাই’-খ্যাত অভিনেত্রী তন্বী, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর