এই মুহূর্তে

পূর্ণতা পাচ্ছে ‘অসমবয়সী’ প্রেম, ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধছেন রণজয়-শ্যামৌপ্তি

নিজস্ব প্রতিনিধি: একে তো শীতের মরশুম। তার উপর ফেব্রুয়ারি জুড়ে প্রেমের আবহ। সপ্তাহ জুড়ে চলবে ভ্যালেন্টাইনস উইক। ফি বছরে এই সময়ে টলিউডে সানাইয়ের সুর শোনা যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন প্রেমিক দেবমাল্য র সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী মধুমিতা সরকার। এটা তাঁর দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের ৫ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা। এমন আবহেই আবারও একটি খবর মিলল। আগামী মাসেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। যাঁরা দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আছেন বলে গুঞ্জন চলছিল। কিন্তু এ বিষয়ে কখনই মুখ খোলেননি তারকা জুটি।

শোনা যায়, স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিক থেকে তাঁদের প্রেমপর্ব শুরু হয়েছে। মাসখানেক ধরেই টেলিদুনিয়ার এই দুই তারকাযুগলের ‘প্রেমচর্যা’ নিয়ে অনুরাগী শিবিরে চর্চা চলছে। ইন্ডাস্ট্রির কোনও অনুষ্ঠান হোক বা বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টি-আড্ডা, ইতি-উতি সর্বত্রই নজর কাড়েন তাঁরা। উত্তরবঙ্গে গিয়ে একটি মিউজিক অ্যালবামের শুটিংও সেরে এসেছেন তাঁরা। কিন্তু যতবারই তাঁদের প্রেমের গুঞ্জন উঠেছে, ততবারই নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই ব্যাখ্যা দিয়েছেন তাঁরা। তবে এবার দম্পতি হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি। শোনা যাচ্ছে, আগামী ১৫ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি। যদিও তাঁদের বিয়ের ভেন্যু এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, দুই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখেই রণজয়ের গলায় মালা দেবেন শ্যামৌপ্তি।

এই বিষয়ে তারকা যুগল এখনও কিছু জানাননি। উল্লেখ্য, ‘গুড্ডি’ ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই তাঁদের প্রেম শুরু, তাই তাঁদের অনস্ক্রিন প্রেমের সমীকরণ অফস্ক্রিনে গড়াতেও বেশি সময় নেয়নি। ওই ধারাবাহিকে ‘অনুজে’র চরিত্রে অভিনয় করেছিলেন রণজয়, আর ‘গুড্ডি’র ভূমিকায় ছিলেন শ্যামৌপ্তি। ধারাবাহিকে তাঁদের রসায়ন দেখার মতো ছিল। তাই তো ধারাবাহিক শেষ হওয়ার পরও জনপ্রিয়তা একই রয়েছে তাঁদের। তবে রণজয়ের থেকে বয়সে শ্যামৌপ্তি অনেকটাই ছোট। তাই তাঁদের অসমবয়সী প্রেম নিয়েও কম চর্চা হয়নি টেলিপাড়ায়। কারণ দু’জনের বয়সের ফারাক ১৪ বছর। তবে বিতর্ককে কখনও কান দেননি তারকা জুটি। তাইতো তাঁদের প্রেম আজ পরিণতি পেতে চলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌আমি ধর্ষক নই’‌, মহাকুম্ভ খ্যাত হর্ষা আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা করলেন, কেন?

প্রচারে যাওয়ার পথে বাধা, আমেদাবাদে নামতে পারল না ইমরানের বিমান, কী হয়েছে?

টাইগার শ্রফ অতীত! পঞ্জাবি গায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন দিশা, প্রেমিক কেন মুখ দেখান না?

‘‌তামিল সংস্কৃতির উপর আক্রমণ করা হচ্ছে’‌, বিজয়ের ছবি মুক্তির দেরি নিয়ে মোদিকে তোপ রাহুলের

যশের সঙ্গে উদ্দাম যৌনলীলা, বিতর্কের মুখে পড়ে ইনস্টাগ্রাম প্রোফাইল মুছলেন ‘টক্সিক’ বিদেশিনী

‘কুরুচিকর দৃশ্যে নারীকে অসম্মান’, যৌনতায় ভরপুর ‘টক্সিক’ টিজারে ক্ষুব্ধ কর্ণাটক মহিলা কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ