এই মুহূর্তে




‘কান্তারা’র দৈব্যকে নিয়ে মজা করতে গিয়ে বিপাকে রণবীর সিংহ, ফের দায়ের মামলা

নিজস্ব প্রতিনিধিঃ ‘কান্তারা’র দৈব্যকে নিয়ে মজা করার খেসারত! ফের রণবীর সিংহের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। বর্তমানে আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর প্রচারে ব্যস্ত রণবীর। কিন্তু মুক্তির আগেই একাধিক কারণে বিপাকে পড়েছে তাঁর ছবিটি। মেজর মোহিত শর্মার জীবনী চুরির করার অভিযোগ উঠেছে অভিনেতা এবং ছবির নির্মাতার বিরুদ্ধে। এর মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন নায়ক। সম্প্রতি ‘ধুরন্ধর’-এর ট্রেলার লঞ্চে গিয়ে সুপারস্টার ঋষভ শেট্টির সামনে ‘কান্তারা ১’-এর দৈব্যকে ব্যাঙ্গ করেছিলেন রণবীর সিংহ। ছবিতে দেবী চামুন্ডির উদ্দেশ্যে নিবেদিত শোভাযাত্রার একটি পবিত্র অংশ ‘চৌন্ডি’র দৃশ্য দেখানো হয়েছিল। যেটি নিয়ে বিতর্কও উঠেছিল।

অভিযোগ, অনুষ্ঠানে গুলিগা দাইভার বোন চৌন্ডিকে ‘মহিলা ভূত’ হিসেবে বর্ণনা করেছেন এবং মঞ্চে ঋষভ শেট্টির সামনে চরিত্রটির নকল করেছেন রণবীর সিংহ। চোখ বাঁকা করে এবং জিহ্বা বের করে তিনি ছবিতে দেবীর দৃশ্য নকল করেছেন। এবং দেবীর ‘চিৎকার’-কে নকল করেছেন। আর এমনটা করে হিন্দুধর্মের ভাবাবেগকে আঘাত করেছেন রণবীর। হিন্দু জনজাগৃতি সমিতির (এইচজেএস) পর এবার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানেও অভিযোগকারী রণবীরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনেছেন। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩ এর ধারা ২৯৯, ৩০২ এবং ১৯৬ এর অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রণবীর তাঁর অবৈধ এবং আপত্তিকর কর্মকাণ্ডের মাধ্যমে লক্ষ লক্ষ হিন্দু, বিশেষ করে কর্ণাটকের তুলু-ভাষী সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করেছেন।

এর আগে তাঁর বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন হিন্দু জনজাগৃতি সমিতি। যদিও বিপাকে পড়ে গতকাল অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমার উদ্দেশ্য ছিল ছবিতে ঋষভের অসাধারণ অভিনয় তুলে ধরা। আমি জানি যে তিনি যেভাবে সেই দৃশ্যটি করেছেন তাতে অভিনয় করতে কতটা কষ্ট হয়, যার জন্য তিনি প্রশংসনীয়। আমি সবসময় আমাদের দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসকে গভীরভাবে সম্মান করি। যদি আমি কারও অনুভূতিতে আঘাত করে থাকি, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।” তাঁর ক্ষমা চাওয়ার একদিন পর আবারও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫৩ তম সেঞ্চুরি করে নজির গড়লেন বিরাট, স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা

‘রোম্যান্টিক মানুষ বলেই আমি আজও অবিবাহিত’, বিয়ে নিয়ে অকপট অম্বরীশ

‘কত টাকা চাই তোর’, হরিদ্বারে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন গোপনে রেকর্ডিং, দেখেই ফুঁসে উঠলেন সানি

বিয়ের বিতর্কের মাঝে মুখ ঢেকে বৃন্দাবনে পলাশ, কার শরণাপন্ন হলেন স্মৃতির বাগদত্তা?

অসুস্থ শ্বশুর, লন্ডনে যাওয়ার অনুমতি চেয়ে ফের বোম্বে হাইকোর্টে রাজ-শিল্পা

‘সংসদের চিৎকার-চেঁচামেচিতে আজকাল কানে কম শুনছি’, বিস্ফোরক দাবি জয়া বচ্চনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ