এই মুহূর্তে




অনাথ শিশুদের সঙ্গে সুশান্তের জন্মবার্ষিকী উদযাপন, কেক কাটতে কাটতে গান গাইলেন সারা

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে আড়াই বছর কেটে গেল। ২০২০ সালের ১৪ জুন মারা গিয়েছেন বলি উডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বইয়ে নিজস্ব আবাসন থেকেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেন তিনি আত্মহত্যা করলেন, বা তিনি সত্যিই আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, তা আজও অধরা। অভিনেতার মৃত্যুর পর ইন্ডাস্ট্রির নেপোটিজমের উপর আঙুল তুলেছিলেন একাধিক তারকারা। এছাড়াও সুশান্তের বাড়ি থেকে অভিনেতার মৃত্যুর জন্যে দায়ী করা হয়, রিয়া চক্রবর্তীকে। যিনি অভিনেতার প্রাক্তন প্রেমিকা ছিলেন। যাই হোক, আজও সুশান্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয় কারুর কাছেই। এদিকে কিছুদিন আগেই বিস্ফোরক অভিযোগ উঠেছিল যে, ময়নাতদন্তে যাওয়ার আগে সুশান্তের শরীরে একাধিকবার আঘাতের চিহ্ন দেখে পেয়েছিলেন হাসপাতাল কর্মীরা। কিন্তু সেই অভিযোগও এখন ধামাচাপা পড়ে গিয়েছে। মৃত্যুকালে অভিনেতার বয়স ছিল, ৩৪ বছর।

গতকাল ছিল অভিনেতার ৩৭ তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে প্রয়াত অভিনেতাকে স্মরণ করে এক এনজিও-র শিশুদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী সারা আলি খান। ইন্ডাস্ট্রিতে যার প্রথম নায়ক ছিলেন সুশান্ত। ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় সারার। যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান এবং সুশান্ত সিং রাজপুত। তারপরেই অভিনেতার বন্ধু হয়ে গিয়েছিলেন সইফ কন্যা। এমনকী গুঞ্জনে এমনটাও উঠে আসে যে, সুশান্তের সঙ্গে প্রেমেও জড়িয়ে পড়েছিলেন সারা। যাই হোক, এদিন সুশান্তের জন্মদিনে উদ্দেশে কেক কাটলেন সারা, সঙ্গে খুদেদের সঙ্গে সুশান্তের জন্মদিনের গান গাইলেন সারা। এ দিন সবুজ সালোয়ার পরে খুব সাধারণ লুকেই দেখা মিলল অভিনেত্রীর। সারার শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, তিনি একটি এনজিওর বাচ্চাদের নিয়ে কেক কাটছেন, গান গাইছেন।

ভিডিওটি শেয়ার করে সারা লিখেছেন, ‘শুভ জন্মদিন সুশান্ত। আমি জানি অন্য কারও হাসি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর যখন তুমি আমাদের এভাবে দেখবে, তখন নতুন চাঁদ উঠবে। আশা করি আজ আমরা তোমাকে হাসাতে পেরেছি। জয় ভোলেনাথ। তোমার মতো মানুষেরা এই বিশ্বটাকে আরও সুন্দর, নিরাপদ এবং খুশি করে তোলে। এভাবেই আনন্দ ছড়াতে থাকুক।’ একজন নেটিজেন লেখেন, ‘সারা তুমি খুব ভালো, সবসময় খেয়াল করি তোমার মুখে সুশান্তের প্রশংসা।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫৩ তম সেঞ্চুরি করে নজির গড়লেন বিরাট, স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা

‘কান্তারা’র দৈব্যকে নিয়ে মজা করতে গিয়ে বিপাকে রণবীর সিংহ, ফের দায়ের মামলা

‘রোম্যান্টিক মানুষ বলেই আমি আজও অবিবাহিত’, বিয়ে নিয়ে অকপট অম্বরীশ

‘কত টাকা চাই তোর’, হরিদ্বারে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন গোপনে রেকর্ডিং, দেখেই ফুঁসে উঠলেন সানি

বিয়ের বিতর্কের মাঝে মুখ ঢেকে বৃন্দাবনে পলাশ, কার শরণাপন্ন হলেন স্মৃতির বাগদত্তা?

অসুস্থ শ্বশুর, লন্ডনে যাওয়ার অনুমতি চেয়ে ফের বোম্বে হাইকোর্টে রাজ-শিল্পা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ