নিজস্ব প্রতিনিধি: বিগবসের ঘরে থাকাকালীনই শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক। তখনই রাকেশ বাপটকে নিয়ে নিজের মনের কথা জানিয়ে দিয়েছিলেন শমিতা শেট্টি। এমনকী, শমিতার মাকেও রাকেশকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল শমিতাকে।
এক সপ্তাহ আগেই শেষ হয়েছে ‘বিগবস ওটিটি’। এর মধ্যেই একসঙ্গে হাতে হাত ধরে ডিনার ডেটে গেলেন শমিতা-রাকেশ। শুক্রবার রাতে পাপারাৎজিদের ক্যামেরায় পোজও দিলেন একসাথে। এমনকী, রাকেশ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর ও শমিতার হাত ধরে থাকা একটি ছবিও আপলোড করেছেন।
ছবিটা শেয়ার করে রাকেশ ক্যাপশনে লিখেছেন, ‘U and I’। রাকেশের ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে নিয়েছেন শমিতাও। ক্যাপশনে দিয়েছেন, লাল হার্ট ইমোজি।
সম্প্রতি শুরু হতে চলেছে ‘বিগবস ১৫’। সেখানে অংশ নিতে পারেন শমিতা শেট্টি। তবে প্রথম সপ্তাহে নয়, পরে ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে প্রবেশ করতে পারেন শমিতা। এদিকে এই সিজনে রাকেশ থাকছেন না, এমনটাই মত অনেকের।