28ºc, Haze
Friday, 24th March, 2023 8:38 pm
নিজস্ব প্রতিনিধি: গত ২ বছর করোনার আবহে গোটা পৃথিবী ছিল অসুস্থ। মানুষের জীবনধারণটা যেন চার দেওয়ালের মাঝেই আটকে গিয়েছিল। স্কুল, কলেজ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবটাই তালা বন্ধ অবস্থায় পড়েছিল। সিনেমার শ্যুটিং, থেকে খেলা যাবতীয় সবটাই বন্ধ হয়ে গিয়েছিল ছোট্ট ন্যানোমিটার সাইজের ভাইরাসটির দাপটে। যাই হোক, ২০২২ সালের থেকে পৃথিবী স্বাভাবিক। সিনেমা, স্কুল-কলেজ, সবটাই জোরকদমে শুরু হয়ে গিয়েছে, মানুষ এখন করোনাকে অতিক্রম করেই বাঁচতে শিখে গিয়েছে। যাই হোক, করোনার দাপটে এ যাবৎ কাল বন্ধ ছিল, সেলিব্রিটি ক্রিকেট লিগও। যা প্রতি বছরেই নিয়মিত হতো যেখানে মিলেমিশে যেতেন সকল তারকারা।
২০১৯-এর পর ২০২৩ এ শুরু হতে চলেছে ভারতের সেলিব্রিটি ক্রিকেট লিগ। এবার ব্যাট-বল নিয়ে মাঠে নামবেন রুপালি পর্দার তারকারা। এমনকী সম্প্রতি ঘোষিত হয়ে গেল, সিসিএলের নতুন আসরের সূচি। এবার এই আসরে অংশ নেবে আটটি দল। যার মধ্যে রয়েছে- বেঙ্গল টাইগার্স, কর্নাটকা বুলডোজারস, তেলেগু ওরিয়ারস, মুম্বই হিরোজ, চেন্নাই রাইনোজ, কেরালা স্টাইকার্স, ভোজপুরি দাবাংস ও পাঞ্জাব ডি শের। আগামী ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। জানা গিয়েছে, এবারের সিসিএল শুরু হবে বেঙ্গালুরুতে, ফাইনাল হবে হায়দ্রাবাদে। প্রথম আসরের শুভেচ্ছাদূত ছিলেন সালমান খান। তবে সলমন, ববি দেওল, সুনীল শেঠী, সোনু সুদের মতো একাধিক তারকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু চলতি বছর সিসিএলের কারা কারা কোন দলে অংশ নেবেন তা এখনও জানা যায়নি। যদিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, আটটি দলের আট অধিনায়কের নাম। রয়েছেন বেঙ্গলের তারকারাও। বেশ কয়েকবার বেঙ্গল টাইগার্স দলটি নেতৃত্ব দিয়েছিলেন যিশু সেনগুপ্ত, এবারও দলের ভার তাঁর কাঁধেই।
মুম্বই হিরোজ দলটির নেতৃত্ব দেবেন রীতেশ দেশমুখ। ভোজপুরি দাবাংসকে নেতৃত্ব দেবেন মনোজ তিওয়ারি। চেন্নাই রাইনোজকে নেতৃত্ব দেবেন জনপ্রিয় অভিনেতা আর্য। কর্ণাটক বুলডোজারসের নেতৃত্ব দেবেন, দক্ষিণের আরেক জনপ্রিয় তারকা সুদীপ। কেরালা স্টাইকার্সের অধিনায়ক অভিনেতা কানচাকো বোবান। পাঞ্চাব ডি শের ও তেলেগু ওরিয়রের নেতৃত্বে রয়েছেন, অখিল আক্কেনেনি। পুরো টুর্ণামেন্টে খেলোয়াড় তালিকায় থাকবেন আরও অনেক জনপ্রিয় অভিনেতা। এছাড়াও নিজের দলকে সমর্থন জোগাতে মাঠে উপস্থিত থাকবেন হিন্দি, বাংলা ও দক্ষিণী সিনেমার একাধিক জনপ্রিয় তারাকারা।