এই মুহূর্তে




৮ বছরের দাম্পত্যে ইতি, বিবাহ ভাঙছে ঊর্মিলার, ডিভোর্সের জন্যে আদালতে দ্বারস্থ নায়িকা




নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে তারকাদের সম্পর্কের চড়াই-উতরাই তো চলছেই। কারও সংসার ভাঙছে, আবার কারও সংসার জুড়ছে, সারাজীবন বন্ধনে বাধা পড়ছে। যাই হোক, নব্বই দশকের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতোন্ডকর, যাঁর রূপ-ফিগার-সৌন্দর্য- গ্ল্যামারের ছটায় আজও প্রবীণ-নবীন সকলেই মূর্ছা যায়। ‘রঙিলা’, ‘জুদাই’, ‘খুবসুরত’, ‘জানাম সামঝা করো’-সহ একাধিক সুপারহিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তবে কেরিয়ারের সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে প্রায় ৪০ বছর বয়সে বিবাহবন্ধনে বাধা পড়েছিলেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, ৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন অভিনেত্রী। ঊর্মিলা বয়সে অনেকটাই ছোট মহসিন আখতার মীরকে বিয়ে করছিলেন।

কিন্তু টিকল না তাঁদের দাম্পত্য, শোনা গিয়েছে, অভিনেত্রী ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের আবেদন করে ফেলেছেন। ভক্তদের কাছেও তাঁদের জুটি খুবই পছন্দের ছিল। সুতরাং খবরটি নিশ্চিতভাবে এই দম্পতির অনেক ভক্তদের হৃদয় ভেঙেছে, তবে ঠিক কী কারণে ঊর্মিলা ডিভোর্সের আবেদন করেছেন তা জানা যায়নি। তবে গুঞ্জন, অনেকদিন ধরেই অভিনেত্রী মীরের সঙ্গে এক ছাদের তলায় থাকেন না। শোনা যাচ্ছে, অভিনেত্রী বলিউডে কামব্যাক করতে চলেছেন, সেই কারণেই নাকি ডিভোর্সের জন্যে আদালতে দ্বারস্থ হচ্ছেন। একটি প্রতিবেদন অনুযায়ী, ঊর্মিলা মাতোন্ডকর মুম্বইয়ের একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তবে রঙ্গিলা অভিনেত্রী অনেক সতর্কতার সঙ্গে বিবেচনার পরে এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং মহসিন আখতার মীরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাঁর স্পষ্ট বিবাহবিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি, তবে বিবাহবিচ্ছেদ পারস্পরিক শর্তে হচ্ছে না। উর্মিলা এবং মহসিন ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারী বিয়ে করেছিলেন একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে। শুধু তাই নয়, মহসিনের চেয়ে প্রায় ১০ বছরের বড় ছিলেন ঊর্মিলা। বিয়ের আগে দীর্ঘদিন প্রেম করছেন তাঁরা।

মহসিন একজন ব্যবসায়ী এবং কাশ্মীরের একজন মডেল। ২০১৪ সালে মণীশ মালহোত্রার ভাগ্নির বিয়েতে ঊর্মিলার সঙ্গে প্রথম দেখা হয়েছিল তাঁর। মনীশ পরোক্ষভাবে এই জুটির একে অপরের সঙ্গে দেখা করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিলেন। তাই ডিজাইনার তাদের বিয়েতে আমন্ত্রিত কয়েকজন সেলিব্রিটি অতিথিদের একজন ছিলেন। মহসিন ইটস আ ম্যানস ওয়ার্ল্ড (২০০৯), লাক বাই চান্স (২০০৯), বিএ পাস (২০১২) এবং আরও কয়েকটির মতো বলিউডের বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করেছেন। যাইহোক, এখন শোনা যাচ্ছে, মহসিন ব্যবসার পথ অনুসরণ করছেন এবং মণীশ মালহোত্রার সঙ্গে কাজ করেন বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত উর্মিলা বা মহসিন কেউই ডিভোর্সের খবর নিয়ে মুখ খোলেননি। ইনস্টাগ্রামে, স্বামীর সঙ্গে অভিনেত্রীর শেষ পোস্টটি ছিল ২৯ জুন, ২০২৩-এ। তারপর থেকে, তাদের আর কোনও ছবি একসঙ্গে দেখা যায়নি। কাজের ফ্রন্টে, অভিনেত্রী সর্বশেষ ২০১৮ সালের সিনেমা ব্ল্যাকমেইলে একটি ক্যামিও করেছিলেন। অভিনেত্রী ২০২২ শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস’-এর বিচারকও ছিলেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছেলে নাগা চৈতন্যের ডিভোর্স নিয়ে মিথ্যা দাবি করায় মন্ত্রীর বিরুদ্ধে মামলা নাগার্জুনের

পুজোর আবহে ছাদনা তলায় রূপসা, পাত্র কে ?

Devara box office: ৪০০ কোটি টাকা আয়ের লক্ষ্যে বক্সঅফিসে ঝড় তুলছে জাহ্নবী অভিনীত ‘দেবরা পার্ট ১’

বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ফিরলেন দেব

দ্বিতীয়বার মা হচ্ছেন কোয়েল, দেবীপক্ষের শুরুতেই দিলেন সুখবর

পুলিশের কাজে বাধাদানের জেরেই রূপাকে গ্রেফতার, নিয়ে যাওয়া হল লালবাজারে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর