এই মুহূর্তে

লন্ডন নয়, দেশেই পাকাপাকি বসবাস! আলিবাগে ৩৭ কোটি দিয়ে বিশাল জমি কিনলেন বিরাট-অনুষ্কা

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের সম্পত্তির শেষ নেই, কখন কী কিনছেন, কখন কী বেচছেন, তার ইয়ত্তা নেই। পাক্কা ব্যবসায়ী, তারা জানেন কখন কোন পুরোনো আবাসন বেচলে বিপুল লাভ করা যাবে। ইতিমধ্যেই এমন চিন্তাভাবনার পরিচয় দিয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার-সহ বলিউডের একাধিক তারকা। সেই টাকা দিয়ে নতুন নতুন সম্পত্তি ক্রয়ও করছেন তাঁরা। এবার সৈকত শহর আলিবাগে সমুদ্রমুখী একটি বিশাল জমি কিনলেন দেশের পাওয়ারফুল জুটি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। জানা গিয়েছে, রায়গড় জেলার জিরাদ গ্রামে ৫.১৯ একরেরও বেশি পরিমাপের জমি ক্রয় করেছেন তারকা জুটি। যার দাম মোট ৩৭.৮৬ কোটি টাকা। এটি এই উপকূলীয় শহরে তাঁদের ক্রয় করা দ্বিতীয় জমি। ২০২২ সালে, ভারতীয় ব্যাটসম্যান এবং বলিউড নায়িকা তাঁদের ফার্মহাউস তৈরির জন্য এখানে প্রায় ৮ একর জমি কিনেছিলেন।

রিয়েলটি ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম সিআরই ম্যাট্রিক্সের মাধ্যমে অ্যাক্সেস করা নথি অনুসারে, তাঁরা এই লেনদেনটি মঙ্গলবার করেছেন। এবং প্রায় ২.২৭ কোটি টাকার স্ট্যাম্প শুল্ক প্রদান করেছেন। দম্পতির অধিগ্রহণ করা, এই জমির দুটি প্লটের মধ্যে একটির পরিমাপ প্রায় ৩.৬ একর এবং দ্বিতীয়টি ১.৫৫ একর। তবে বহুদিন ধরেই সন্তানদের নিয়ে লন্ডনে বসবাস করছেন বিরাট ও অনুষ্কা। অনুষ্কাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে জিরোতে। এরপরেই বলিউড থেকে দূরত্ব বাড়ান তিনি। তাঁর শেষ শুটিং ‘চাকদা এক্সপ্রেস’ এখনও মুক্তির অপেক্ষায়। কিন্তু আদেউ ছবিটি মুক্তি পাবে কিনা, তা জানা নেই। তবে বিরাটকে বিয়ে এবং দুই সন্তানের মা হওয়ার পর থেকেই অভিনয়কে বিদায় জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ তু মেরি ম্যায় তেরা…’ ব্যর্থতার মাশুল, পারিশ্রমিকের টাকা ফেরৎ দিলেন কার্তিক

মাঝে শোনা গিয়েছিল, অনুষ্কা এবং বিরাট আর এ দেশে ফিরবেন না, অবসরের পর বিদেশেই পাকাপাকিভাবে বসবাস করবেন। কিন্তু আলিবাগে পরপর তাঁদের জমি কেনার বিষয়টি ভক্তদের স্বস্তি দিয়েছে। ভক্তরা কল্পনা করছেন, অবসরের পর ভারতেই থাকবেন তারকা দম্পতি। দেশ ছেড়ে কোথাও যাবেন না তাঁরা। জানা যাচ্ছে, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা যৌথভাবে রায়গড় জেলার আলিবাগে ৩৭.৮৬ কোটি টাকায় জমিটি কিনেছেন। জমির পরিমাণ ২১,০১০ বর্গমিটার। বিক্রেতা হলেন সোনালি অমিত রাজপুত, অন্যদিকে সামিরা ল্যান্ড অ্যাসেটস প্রাইভেট নিশ্চিতকারী পক্ষ। এটি তাঁদের দ্বিতীয় বাড়ি হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান প্রিমিয়াম আবাসিক উন্নয়নের কারণে এই এলাকাটি সেলিব্রিটিদের অন্যতম আকর্ষণীয় জায়গা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টলিপাড়ায় বিয়ের মরসুমে কি আলাদা পথে নবনীতা? জানালেন নিজের সিদ্ধান্ত

এক বছর আগেই ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার, কেন?

‘পুরোটাই গুজব!’ ম্রুণাল-ধনুশের বিয়ের খবরে জল ঢাললেন তারকা যুগলের টিম

কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

‘চলো একসঙ্গে সময় কাটাই’, নেটপ্রভাবীকে কুপ্রস্তাব, ফের বিতর্কে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

রোমান্টিক মুডে ‘ও রোমিও’, প্রথম গানেই দর্শকদের মন জয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ