এই মুহূর্তে




কর্মক্ষেত্রে দুশ্চিন্তা নাকি অপ্রত্যাশিত লাভ, কেমন কাটবে সোমবার সারাদিন

আজ সোমবার (২৮ ডিসেম্বর), কেমন যাবেন সারাদিন-

 

মেষ- কর্মক্ষেত্রে দুশ্চিন্তা থাকবে। অযথা কোনও অশান্তির সৃষ্টি হতে পারে। ব্যয় বৃদ্ধি, কোনও প্রচেষ্টায় নৈরাশ্য এবং শারীরিক সমস্যা আসতে পারে। অর্থ লাভ কিংবা কোনও দ্রব্য পেতে পারেন। উটকো ঝামেলায় জড়ানো সম্পর্কে সাবধান। প্রেমপ্রীতির ক্ষেত্র একপ্রকার চলনসই।

বৃষ- দিনটি অত্যন্ত শুভ। মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যয় বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। আচমকা অর্থলাভের সম্ভাবনা রয়েছে। বিরুদ্ধাচরন করতে পারে। রক্তপাতের সম্ভাবনা। মানসিক অশান্তির ঝড় বইতে পারে।

মিথুন- কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগে উৎসাহিত এবং আয় বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিতভাবে অর্থাগমের সুযোগ রয়েছে। সুসংবাদ লাভ। শারীরিক অস্বস্তি।

কর্কট- অপ্রত্যাশিত যোগাযোগে আয় বাড়বে। মনের উপর চাপ থাকবে। গৃহে অশান্তি সৃষ্টি। অযথা আর্থিক কিংবা দ্রব্য ক্ষতি। অকারণে কারও সঙ্গে বাদানুবাদ। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য ও সাহচর্য লাভ। কোনও বিলাস দ্রব্য লাভ।

সিংহ-অস্থিরতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা থাকবে। সামান্য আয় বাড়লেও ব্যয়ের কারণে চাপ কমবে না। স্বজন কলহের সম্ভাবনা। পারিবারিক ব্যাপারে অশান্তি। মানসিক অশান্তি। প্রেমে মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে।

কন্যা- কর্মক্ষেত্রে উদ্বেগ ও দুশ্চিন্তা বজায় থাকবে। আর্থিক উন্নতি ও নতুন যোগাযোগ তৈরি হবে। অপ্রত্যাশিতভাবে টাকা আসবে। বিরুদ্ধাচরণ করতে পারে। কোনও বিলাসিতার দ্রব্য কিনতে পারেন। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য পেতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।

তুলা- অবিশ্বাসী ও সন্দেহবাতিক মনোভাব সমস্যায় ফেলতে পারে। অপমানসূচক কথা শুনতে পারেন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। প্রেমে শান্তি বজয়া থাকবে। তাই কিছুটা হলেও শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক- মানসিক অবস্থা খারাপ হতে পারে। সেটা কাজের ওপরে প্রভাব ফেলবে। অর্থাগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে। শারীরিক অবস্থা ভাল থাকবে না। মানসিক শান্তি নষ্ট হবে। ধার্মিক ক্ষেত্রে যেতে পারেন। প্রেমে অশান্তি বাড়তে পারে।

ধনু- কর্মক্ষেত্রে আচমকা সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক অনুকূল নয়। খুব বেশি সুবিধা হবে না। সামান্য কিছু টাকা হাতে আসলেও থাকবে না। কোনও বাড়িতে নিমন্ত্রিত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন না।

মকর- আর্থিকক্ষেত্রে দুশ্চিন্তা বজায় থাকবে। কিছু ক্ষেত্রে অর্থ হাতে এলেও তা থাকবে না। বেরিয়ে যাবে। মনে শান্তি বজায় থাকবে না। ব্যয় বাড়বে। আত্মীয়ের ক্ষেত্রে দুশ্চিন্তা বজায় থাকবে। কেউ অপমান করতে পারেন। প্রথমেই ভেবেচিন্তে কাজ করতে হবে।

কুম্ভ- মানসিক চাপ বজায় থাকবে। কিন্তু তারমধ্যেও আর্থিক উন্নতি বজায় থাকবে। বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রব্য ও আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। খারাপ সংবাদ পেতে পারেন। আশাভঙ্গ হতে পারে। মতবিরোধ ও উটকো সমস্যার মধ্যে পড়তে পারেন। প্রেমে নৈরাশ্য ও হতাশাপূর্ণ।

মীন-মনের উপর চাপ পড়বে। অপমানিত হতে পারেন। শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, কর্ম ও আয়ের ক্ষেত্র বিশেষ উদ্বেগসূচক। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। বাদানুবাদ ও ঝগড়ার সৃষ্টি হতে পারে। কোনও ঘটনা মনের উপর আঘাত আনবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনির ঘরে ‘গ্রহের রাজকুমার’, বুধের প্রবেশ, কাদের পকেটে আসবে মোটা টাকা?

​১ জানুয়ারি তৈরি হচ্ছে বিরল ‘চতুর্গ্রহী যোগ’, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, কনকনে ঠান্ডায় সাবধানে থাকুন..

নতুন বছরের প্রথম পূর্ণিমায় চন্দ্রের গোচরে বড় প্রাপ্তি, কাদের খুলবে ভাগ্য?

শনি-রাহু-কেতু থেকে সাবধান! নতুন বছরে সমস্যায় পড়তে পারেন এই ২ রাশি

নতুন বছরে স্বস্তিতে কেরিয়ার, ব্যবসাতে উন্নতি এই রাশির জাতকদের জীবনে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ