-273ºc,
Friday, 2nd June, 2023 4:13 am
নিজস্ব প্রতিনিধি: নেশা করার জন্য টাকা চাই, আর সেই টাকা জোগানোর জন্য বয়স্ক বাবা-মাকে ক্রমাগত ব্ল্যাকমেল (Blackmail) এক ৪৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (Indian-origin man)। বাবা-মাকে মানসিকভাবে হেনস্থা করার জন্য অবশেষে ওই মাদকাসক্ত ব্যক্তিকে জেল হাজতের সাজা শুনিয়েছে ব্রিটেনের (UK) আদালত।
জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম দেবান প্যাটেল (Daevan Patel)। নেশাগ্রস্ত ওই ব্যক্তি টাকার জন্য সবসময় বাবা মাকে চাপ দিতেন। তাঁদের সঙ্গে খারাপ ও উদ্ধত আচরণ করতেন। ছেলের আচরণে যারপরনাই তিতিবিরক্ত হয়ে ‘অপমানিত এবং হতাশ’ বোধ করেন তাঁরা। বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা।
২৭ মার্চ উলভারহ্যাম্পটন ক্রাউন কোর্টে (Wolverhampton Crown Court) শুনানি হয় মামলার। জানা যায়, কীভাবে প্যাটেল ‘নিরলসভাবে’ টাকার জন্য চাপ দিয়ে গিয়েছে বাবা মাকে। কখনও কখনও তাঁর বাবা-মাকে দিনে ১০ বার ফোন করে বিরক্ত করতেন অভিযুক্ত। শুধু তাই নয় ফোনে উত্তর না দিলে বাড়িতে চলে যেতেন টাকার জন্য ওই মাদকাসক্ত। সাজা ঘোষণাকারী বিচারক জন বাটারফিল্ড কেসি (John Butterfield KC) তাঁর রায়ে বলেন, প্যাটেল মাদকের জন্য টাকা চেয়ে তাঁর পিতামাতার জীবনকে দুর্বিষহ করে তুলেছিলেন। অভিযুক্ত ‘অর্থের জন্য তাদেরকে রক্তাক্ত’ করে তুলেছিলেন বলে মন্তব্য করেন বিচারপতি। উল্লেখ্য এর আগে একাধিক প্রতারণা ও চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।