এই মুহূর্তে

ফিরে দেখা ২০২৪: নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন যারা

আন্তর্জাতিক ডেস্ক : ইংরেজি ক্যালেন্ডারে এখন চলছে ডিসেম্বর মাস। আর কয়েক দিন পরেই শেষ হয়ে যাবে ২০২৪ সাল। তবে চলতি বছরের দিকে নজর রাখলে দেখা যায় এই বছরেই ৬টি বিভাগে নোবেল পুরস্কারে বিজয়ী হয়েছেন বেশ কয়েক জন ব্যক্তিরা। তাঁদের গবেষণা পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা পালন করবে বলেই মনে করে নোবেল কর্তৃপক্ষ। এবার দেখে নেওয়া যাক, কোন কোন বিষয়ে কারা কারা নোবেল পুরস্কারে সম্মানিত হলেন। 

অর্থনীতিঃ-চলতি বছরে অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তুর্কি বংশোদ্ভূত আমেরিকান ড্যারন আসেমোগলু, একই প্রতিষ্ঠানের ব্রিটিশ- আমেরিকান অর্থনীতিবিদ সায়মন জনসন এবং ইউনিভার্সিটি অব শিকাগো, ইলিনয়ের অধ্যাপক জেমস রবিনসন। বিভিন্ন দেশের সম্পদের ওপর গবেষণা করে তাঁরা জানিয়েছেন যে, সমাজে আইনের শাসন দুর্বল এবং যেখানে প্রাতিষ্ঠানিকভাবে শোষণ হয় সেই দেশে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না।

চিকিৎসাঃ-চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। মাইক্রোআরএনএ এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা আবিষ্কারের জন্য সম্মানিত হয়েছেন তাঁরা। তাঁরা গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে,  কিভাবে এই মাইক্রোআরএনএ-গুলো সেলুলার আচরণকে প্রভাবিত করে এবং ক্যানসার ও হৃদ্‌রোগসহ বিভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় অবদান রাখে। গত ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ফিজিক্সঃ-পদার্থবিদ্যায় ২০২৪ সালের নোবেল পেয়েছেন মার্কিন পদার্থবিদ জন জে. হপফিল্ড এবং ব্রিটিশ-কানাডিয়ান জিওফ্রে ই. হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের উন্নয়নে পরিসংখ্যানগত পদার্থবিজ্ঞানের ধারণা ব্যবহারের জন্য এ বছর নোবেল পেলেন তাঁরা। তাঁদের এই গবেষণা কৃত্রিম নিউরাল নেটওয়ার্কগুলো মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি মৌলিক ভূমিকা পালন করে যা মেশিনগুলোকে অত্যন্ত বড় ডেটাসেটে প্যাটার্নগুলো খুঁজে পেতে এবং শনাক্ত করতে সাহায্য করে।  
সাহিত্যঃ-দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে। নোবেল কমিটি জানায়, ঐতিহাসিক ট্রমা, ঔপনিবেশিক সাহসিকতা এবং অমানবিকতার  বিষয়গুলো তীব্র কাব্যময় গদ্যে প্রকাশ করার জন্য সাহিত্যে নোবেল সম্মানে সম্মানিত করা হচ্ছে তাঁকে।  
রসায়নঃ-প্রোটিনের গঠন নিয়ে গবেষণার জন্য এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার, জন এম জাম্পার ও ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস। ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পারকে প্রোটিনের কাঠামোর ভবিষ্যদ্বাণী এবং নকশা করার জন্য রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয়।রসায়নে নোবেলজয়ীদের জন্য পুরস্কার হিসেবে মোট ১১ লাখ ডলার (এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার) বরাদ্দ থাকে।
শান্তিঃ-চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জাপানি সংস্থা নিহন হিদানকায়োকে বেছে নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। সংস্থাটি হিরোশিমা এবং নাগাসাকি পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের কণ্ঠস্বরকে তুলে ধরার মাধ্যমে “পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব অর্জন” করতে চেয়ে এবং এ নিয়ে কাজ করেছে। নোবেল কমিটি উল্লেখ করে, তারা এই বিপর্যয়কে নিজের চোখে দেখে আসা মানুষদের মধ্য দিয়ে বলাতে চেয়েছেন যা থেকে বিশ্ববাসী বুঝতে পারে এ ধরনের অস্ত্র আর কখনোই ব্যবহার করা উচিত নয়।  
প্রসঙ্গত, নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার ইচ্ছাতেই  প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যারা অবদান রাখেন তাদেরকে দেয়া হয় এই পুরস্কার। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেয়া হয়।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাবধান হোন! হোয়াটসঅ্যাপ মেসেজ নিরাপদ নয়, খোদ স্বীকার মেটার সিইও জুকারবার্গের

নারীদের মানুষ হিসাবে গণ্য করে না আফগান তালিবানরা, দাবি মালালার

শিকার ধরতে দারুণ ফন্দি কুমিরের, নদীতে পা তুলে ডুবে যাওয়ার নাটক, ভাইরাল ভিডিও

HMPV-এর পরে নয়া আতঙ্ক ‘র‍্যাবিট ফিভার’ হু হু করে বাড়ছে সংক্রমণ

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, ১০ জনকে শনাক্ত করা যায়নি

কানাডার প্রধানমন্ত্রীর দৌড় থেকে ছিটকে গেলেন ভারতীয় বংশোদ্ভুত অনীতা আনন্দ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর