-273ºc,
Friday, 9th June, 2023 2:27 am
নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ভয়াবহ তাপপ্রবাহের শিকার হয়েছেন মানুষ। যা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে বলে দাবি গবেষকদের।
গত ৫০ বছরের মধ্যে বাংলাদেশে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, থাইল্যান্ডে তাপমাত্রা ছুঁয়েছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং লাওসে ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। মানুষের জীবন যাপনের ফলে জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ ৩০ গুণ বেশি বলে জানাচ্ছেন গবেষকরা। বুধবার আন্তর্জাতিক স্তরে বিজ্ঞানীদের একটি দল জানিয়েছে। ভারতের অনেক শহর বর্তমান তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ ৭ থেকে ৮ ডিগ্রি বেশি তাপমাত্রার সম্মুখীন হতে পারে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন গ্রুপের তরফে প্রকাশিত র্যাপিড অ্যাট্রিবিউশন অ্যানালাইসিস নামে প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, ১৯০০ সাল থেকে গড় বৈশ্বিক তাপমাত্রা ১.২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য গত বছর এপ্রিল মাসে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সংক্রান্ত সংস্থা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)-র তরফে প্রকাশিত উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছিল, আগামী ৩ বছরের মধ্যে কার্বন নিঃসরণে রাশ টানতে না পারলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। যে হারে পৃথিবীর উত্তাপ বাড়ছে, গাছগাছালির সংখ্যা কমছে, ওজ়োন স্তরের নিরন্তর ক্ষয় হচ্ছে, তাতে পৃথিবীকে বাসযোগ্য রাখা কঠিন হয়ে পড়বে।