-273ºc,
Friday, 9th June, 2023 3:46 am
আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার গায়ানায় স্কুলের ছাত্রাবাসে বিধ্বংসী অঘ্নিকান্ডে পুড়ে মারা গিয়েছে ২০ পড়ুয়া। অগ্নিদগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইরফান আলি। আহত পড়ুয়াদের উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, রবিবার রাতে রাজধানী জর্জটাউন থেকে ১৪০ কিলোমিটার দূরের মাহদিয়া শহরের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে আচমকাই আগুন লেগে যায়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। ঘুমের ঘোরেই অনেক পড়ুয়া আগুনে পুড়ে মারা যায়। বেশ কয়েকজন আগুনের লেলিহান শিখা থেকে বাঁচার জন্য ঝাঁপও দিয়েছিলেন। আর ওই ঝাঁপ দিতে গিয়েই আহত হন। ঘটনার খবর পেয়েই ছাত্রাবাসের আগুন নিয়ন্ত্রণে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ২০ জনের নিথর দেহ উদ্ধার করা হয়।
গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনাকে ভয়াবহ বিপর্যয় বলে আখ্যা য়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে প্রথমে সমস্যার মুখে পড়েছিল উদ্ধারকারীরা। শেষ পর্যন্ত সামরিক বাহিনীর বিমানে চাপিয়ে আহতদের উদ্ধার করে জর্জটাউনে নিয়ে আসা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য নাতাশা সিং লুইস।