আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আর ভিক্ষা করা যাবে না। কাউকে ভিক্ষা করতে দেখলে পুলিশ তাকে তুলে নিয়ে যাবে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ভিখারিদের বিরুদ্ধে অভিযান চালাতে পাকিস্তান সরকার তৈরি করছে অ্যান্টি বেগারি স্কোয়াড। নেতৃত্ব দেবেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার।
পাকিস্তানে ভিক্ষা নিষিদ্ধ ঘোষণার কথা সে দেশের সংসদ বিষয়ক দফতরে সচিব শওকত আলি। পাক পার্লামেন্টে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখা গিয়েছে, দেশে অনেকেই ভিক্ষাকে জীবীকা হিসেবে গ্রহণ করেছেন। একটি চক্র তৈরি হয়েছে। সেই চক্রের সঙ্গে পুলিশের একটি বড়ো অংশ জড়িত। সেই সব পুলিশকর্মীদের খোঁজ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের ইতোমধ্য়েই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ভিখাবৃত্তি বন্ধ করতে তৈরি হচ্ছে অ্যান্টি বেগিং স্কোয়াড।
পাক পার্লামেন্টে সংসদ বিষয়ক দফতরে সচিব জানিয়েছে, এখনও পর্যন্ত অভিযান চালিয়ে ১৬৮০ জন ভিখারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩৭৭ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বিশ্বে বহু রাষ্ট্রেই ভিক্ষাবৃত্তি আইনত দণ্ডনীয় অপরাধ। সেই তালিকায় এবার আরও একটি দেশের নাম যুক্ত হতে চলেছে।
উল্লেখ করা যেতে পারে, পাকিস্তান গত চার বছর আগে সরকারিভাবে সে দেশের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে এক নির্দেশে জানিয়েছিল, যে সব পাক নাগরিক অন্য দেশে গিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করছে, তাদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বহুপাক নাগরিক সৌদি আরবে গিয়ে ভিক্ষা করেই জীবন যাপন করেন। জানা গিয়েছে, পাকিস্তানে একটি চক্র রয়েছে যে চক্রের কাজ হল পাক নাগরিকদের চাকরি দেওয়ার নাম মক্কা এবং মদিনায় নিয়ে গিয়ে তাদের ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করে।