-273ºc,
Friday, 9th June, 2023 2:53 am
নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সেনাবাহিনীর নির্দেশে পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করছে শাহবাজ শরিফ সরকার। ইতিমধ্যেই ১০ হাজারের বেশি পিটিআই নেতা-কর্মীকে গ্রেফতার করে একাধিক মিথ্যা মামলায় জেলে পোরা হয়েছে। লাগাতার মামলায় জর্জরিত হয়ে এবং সেনাবাহিনীর চাপের মুখে একের পর এক পিটিআই নেতা-নেত্রী দল ছাড়তে শুরু করেছেন। শাহবাজ শরিফ প্রশাসন ও সেনাবাহিনীর সাঁড়াশি চাপ থেকে বাঁচতে পিটিআইয়ের পদাধিকারী-কর্মী-সমর্থকদের আত্মগোপনের নির্দেশ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার লাহোরের জামান পার্কের বাড়িতে সাংবাদিক সম্মেলনে পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান বলেন, ‘রাজনীতি থেকে আমাকে সরানোর জন্য নোংরা ষড়যন্ত্র চলছে। প্রশাসন ও সংবাদমাধ্যমের একাংশ লাগাতার পিটিআইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নিরীহ পিটিআই নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পোরা হচ্ছে। যারা এত নিপীড়ন সত্বেও এখনও আমার সঙ্গে রয়েছেন, পিটিআই করছেন তাদের বলেছি, প্রকাশ্যে আসার দরকার নেই। বাড়িতেও থাকার দরকার নেই। দানবদের হাত থেকে বাঁচতে আন্ডারগ্রাউন্ডে চলে যান। লুকিয়ে থাকুন।’
পিটিআই ছাড়ার জন্য তাঁর দলের নেতা-নেত্রীদের ওপরে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে কবরে পাঠানোর চেষ্টা চলছে। সবাইকে নিজেদের ক্রীতদাস বানানোর চেষ্টা চালাচ্ছে দেশের বর্তমান শাসক ও তাদের দোসর সেনাবাহিনী। কিন্তু এমন দাসত্বের চেয়ে মৃত্যু অনেক ভালো। আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব।’ গণতন্ত্র বাঁচাতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এগিয়ে আসারও আর্জি জানিয়েছেন ইমরান। তাঁর কথায়, ‘সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে আমার একটাই আর্জি, দেশ ও জাতিকে রক্ষা করতে এগিয়ে আসুন। আপনারাই পারেন, গণতন্ত্রকে বাঁচাতে। আপনারা এগিয়ে না এলে পাকিস্তান গোটা বিশ্বের কাছে হাসির খোরাক হয়ে যাবে।’