-273ºc,
Friday, 9th June, 2023 2:47 am
নিজস্ব প্রতিনিধি: মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ বসানোর অনুমতি পেল ইলন মাস্কের সংস্থা নিউরালিংক। এর ফলে মানুষের মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। মস্তিষ্কে চিপ বসানোর বিষয়টি সম্প্রতি টুইট করে জানানো হয়েছে নিউরালিংকের তরফে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটেনের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ) নিউরালিংককে মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ বসানোর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার অনুমতি দিয়েছে। টুইটে নিউরালিংক জানিয়েছে, আমরা এটা জানাতে পেরে আনন্দিত যে, আমাদের প্রতিষ্ঠান প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে চিপ স্থাপনের বিষয়ে পরীক্ষা চালানোর অনুমতি পেয়েছে। ধনকুবের ইলন মাস্কের সংস্থা নিউরালিংক জানিয়েছে, নিউরালিংক ইমপ্লান্ট সংস্থা কম্পিউটারের সঙ্গে মস্তিষ্ককে সংযুক্ত করে মানুষের অন্ধত্বের চিকিত্সায় সহায়তা করতে চায়। শুধু তাই নয় প্যারালাইসিসের চিকিত্সা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কম্পিউটার ও মোবাইল প্রযুক্তি ব্যবহার করতে সহায়তা করার জন্য মাইক্রোচিপ ব্যবহার করা হবে। তবে এই পরীক্ষায় কারা অংশ নেবেন তা এখনও জানানো হয়নি সংস্থার তরফে।
উল্লেখ্য ২০১৯ সালে ইলন মাস্ক জানিয়েছিলেন, নিউরালিংক মানবদেহে পরীক্ষামূলকভাবে চিপ বসানোর জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে ২০২০ সালের মধ্যে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই সময়ের মধ্যে তা আর হয়ে ওঠেনি।