27ºc, Mist
Monday, 27th March, 2023 9:26 am
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকাকে আবার বিশ্বসেরা করতে চাইছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনে করেন, তার হাতে দেশ শাসিত হলেই আমেরিকা সেরার সেরা হয়ে উঠবে। তাই, ২০২৪-য়ের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করে দিলেন ট্রাম্প দ্য গ্রেট।
প্রচারের প্রথম দিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সভা করেন কলম্বিয়া। সেখানকার ভোটারদের সঙ্গে তিনি তাঁর প্রচারদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন-আসুন, আমরা সবাই একজোট হয়ে না শেষ হওয়া কাজ শেষ করার চেষ্টা করি। আমেরিকা আমাদের দেশ। এই দেশকে আরও একবার বিশ্বসেরা করতে শপথ গ্রহণ করি। প্রাক্তন প্রেসিডেন্ট কে এটাও বলতে শোনা গেল যে তিনি ভীষণ ভীষণ রেগে আছেন। আগে তিনি যতটা সংকল্পবদ্ধ ছিলেন, এখন তিনি তাঁর থেকেও আরও বেশি সংকল্পবদ্ধ।আর সেই সংকল্প হল আমেরিকাকে বিশ্বসেরা দেশ তৈরি করবেন। যেহেতু এটা প্রচারের প্রথম দিন, তাই সভা হল ছোট করে। আগামীদিনে যেখানে যেখানে তিনি হল্ট করবেন, সেখানে সেখানে প্রতিটি জনসভা হবে বড় মাপের। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন – সভা হবে। প্রতিটি সভা হবে বড় মাপের। সেই সব সভা অতীতের সব সভাকে ছাপিয়ে যাবে।
তাঁর শিবির সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রচারে রাখা হয়েছে আমেরিকার হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বদের। আর ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীরা হলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট পেনস, নিকি হ্যালি। হ্যালি আবার ট্রাম্পের আমলে জাতিসঙ্ঘের মার্কিন প্রতিনিধি।
আরও পড়ুন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছি, দু’বছর আগেই ঘোষণা ট্রাম্পের