-273ºc,
Friday, 9th June, 2023 3:52 am
নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সেনাপ্রধান আসিম মুনিরের হুমকির পরেই রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ তথা পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) দাপুটে নেত্রী শিরিন মাজারি। মঙ্গলবার বিকেলে ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলন ডেকে পিটিআই আর রাজনীতির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেওয়ার কথা জানান দেশের প্রাক্তন মানবাধিকার মন্ত্রী। যদিও মাজারির দাবি, ‘স্বাস্থ্যের কথা ভেবেই রাজনীতি থেকে অবসর নিচ্ছেন তিনি।’ প্রাক্তন মানবাধিকার মন্ত্রীর ইস্তফা ইমরানের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
গত ৯ মে ইমরান খানকে গ্রেফতারের পরেই পিটিআই কর্মী-সমর্থকদের হিংসাত্মক বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। ক্ষুব্ধ পিটিআই কর্মী-সমর্থকরা লাহোর, পেশোয়ার ও রাওয়ালপিণ্ডির সেনানিবাসে হামলা চালায়। গত কয়েক দশক ধরে পাকিস্তানের ক্ষমতার চাবিকাঠি যাদের হাতে সেই সেনাবাহিনী ওই হামলাকে ভালোভাবে মেনে নেয়নি। সেনাপ্রধান আসিম মুনির জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতেই হুঙ্কার ছেড়েছিলেন, ‘সেনানিবাসে হামলার পিছনে যারা জড়িত তাদের জেলে পচিয়ে মারা হবে।’
সেনাপ্রধানের ওই হুমকির পরেই গণহারে গ্রেফতার করা হয় পিটিআইয়ের শীর্ষ নেতা শাহ মেহমুদ কুরেশি, ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারিদের। জামিন পেয়ে জেল থেকে বের হওয়ার পরে ফের গ্রেফতার করা হয় তাঁদের। সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, ইমরানের সঙ্গে না ছাড়লে কপালে অনেক দুর্গতি রয়েছে। ওই হুমকির পরেই পিটিআই থেকে ইস্তফার হিড়িক পড়ে গিয়েছে। গত সাত দিনে একাধিক নেতা পিটিআই ছাড়ার কথা ঘোষণা করেছেন। ওই তালিকায় এবার নাম লেখালেন শিরিন মাজারি।