এই মুহূর্তে




ইজরায়েলের হয়ে গুপ্তচরগিরি! ১৬ দিনে ৫ লক্ষাধিক আফগানকে দেশছাড়া করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের সঙ্গে শুরু হয়েছে যুদ্ধবিরতি। তার ১৬ দিনের মধ্যে ৫ লক্ষের বেশি আফগানকে দেশছাড়া করল ইরান। তাঁদের বিরুদ্ধে গুপ্তচরগিরি করার অভিযোগ তোলা হয়েছে।

বিগত কয়েক মাস ধরে ইরান-ইজরায়েলের মধ্যে চলছে যুদ্ধ। কয়েকমাস ধরেইইরান জানিছিল বৈধ নথি ছাড়া যেসকল আফগান ইরানে রয়েছেন, তাঁদের দেশ থেকে বের করে দেওয়া হবে। গত ২৪ জুন থেকে ৯ জুলাই প্রায় ৫ লক্ষ ৮ হাজার ৪২৬ জন আফগানকে ইরান থেকে বের করে দেওয়া হয়েছে। গত বুধবারই ৩৩ হাজার ৯৫৬ জন আফগানকে ইরান বের করে দিয়েছে। তার আগেরদিন ৩০ হাজারের বেশ আফগানকে দেশছাড়া করা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার সব থেকে বেশি আফগানকে দেশছাড়া করা হয়েছে।

ইরান ত্যাগ করার কথা আগেই জানিয়ে দিয়েছিল, সেই দেশের প্রশাসন। বলা হয়েছিল সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশ ত্যাগ করতে হবে। নাহলে গ্রেফতার করা হবে। ২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর যুদ্ধ, দারিদ্র বা তালেবান শাসন থেকে বাঁচতে অনেকেই আফগানিস্তান ছেড়ে ইরানে আশঅরয় নিয়েছিলেন। এবার তাঁদের ইরান ছাড়া করার নির্দেশ জারি হয়েছে। তার জন্য সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। সেই সময় শেষ হয়েছে ৬ জুলাই।

ইরানে অনেক আফগানরা তেহরান পুলিশএর দ্বারা নির্যাতিত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের অনেককে আটকে রাখার অভিযোগও উঠেছে। অভিযোগ, াটক কের তাঁদের থেকে টাকা নেওয়া হত। আটক করে যেখানে রাখা হত, সেখানে খাবার ও জলও দেওয়া হত না আফগানদের। পাশাপাশি মারধর করা থেকে অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন অনেক আফগান। তাঁদের গুপ্তচর বলে অভিহীত করে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

মোদি সরকারকে জোর ধাক্কা ইরানের, ভারতীয় পর্যটকদের সুবিধা বাতিল

পাক নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ১৫ তালেবান

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

রাশিয়ার সঙ্গে যুদ্ধে টক্কর দিতে ফ্রান্স থেকে ১০০ রাফাল কিনছে ইউক্রেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ