এই মুহূর্তে




‘বাংলাদেশে সক্রিয় জঙ্গি সংগঠন ISIS’, বিস্ফোরক দাবি মালয়েশিয়ার পুলিশ প্রধানের




নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে কোনও জঙ্গি নেই বলে দাবি করেছিলেন হিযবুত তাহরীর শীর্ষ নেতা তথা ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী। শুক্রবার (৪ জুলাই) তার মুখোশ খুলে দিলেন মালয়েশিয়ার পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের শাখা  রয়েছে বাংলাদেশে। ওই শাখাকে নিয়মিত অর্থ সাহায্য জুগিয়ে গিয়েছেন সম্প্রতি জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ধৃত ৩৬ বাংলাদেশি।’ মালয়েশিয়ার পুলিশ প্রধানের ওই দাবিতে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। শেখ হাসিনা জমানার অবসানের পর বাংলাদেশ যে জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তা প্রমাণ করেছে মালয়েশিয়ার পুলিশ প্রধানের বক্তব্য। যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি ‘জঙ্গি-বান্ধব’ ঢাকার পুলিশ কমিশনার।

২০১৬ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসের হামলার পর থেকেই সন্ত্রাস দমন অভিযান জোরদার করা  হয়।  কয়েকশো সন্দেহভাজন জঙ্গিকে আটকও করেছে দেশটির পুলিশ। গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আটক করা হয় শ্রমিকের ছদ্মবেশে জঙ্গি সংগঠন প্রসারের কাজে মালয়েশিয়ায় যাওয়া ৩৬ বাংলাদেশিকে। ওই ৩৬ জনের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জাড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১৬ জন পুলিশের হেফাজতে রয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল জানান ‘জঙ্গি কার্যকলাপের দায়ে যে ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে তারা স্বদেশীয়দের আইএসের সঙ্গে সম্পৃত্ত করার পরিকল্পনা নিয়েছিলেন। বাংলাদেশি শ্রমিকদের মধ্যে থেকে সদস্য বাড়াচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে ‘উগ্রবাদী মতাদর্শ’ ছড়াচ্ছিলেন। শুধু তাই নয়, অর্থ সংগ্রহ করে আইএসের বাংলাদেশ শাখাকে পাঠাচ্ছিলেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করেছিলেন। ‘গেরাকান মিলিটান র‌্যাডিকাল বাংলাদেশ’ বা ‘জিএমআরবি’ নামে একটি সংগঠনও গড়ে তুলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের সাহায্যে সংগ্রহ এবং উগ্র মতবাদের প্রচার করে আসছিল। প্রত্যেক সদস্যকে বছরে ৫০০ রিংগিত ফি দিতে হয়। তবে অনুদানের পরিমাণ নির্ভর করছে সদস্যদের ওপর।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাঁচতে চাইলে শেখ মুজিবের নাম মুখে আনবি না’, গোপালগঞ্জে বাড়ি-বাড়ি গিয়ে শাঁসানি সেনা-পুলিশের

‘অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নয়’, কূটনীতিকদের কড়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের

লুকানো হৃদরোগ শনাক্তে কার্ডিওলজিস্টদের চেয়েও নির্ভুল এই নতুন AI টুল

গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, সেনার গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৬

‘চাই নিরাপদে ফিরে আসুক’, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত নিমিশা প্রিয়াকে নিয়ে শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

পহেলগাঁও হামলায় জড়িত পাক জঙ্গি সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’র তকমা ট্রাম্প প্রশাসনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ