আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে পৌঁছন প্রবাসী ভারতীয়রা। এদিন ভোরবেলা ওয়াশিংটন ডিসি তে নামেন মোদি। সেখানেই তেরঙ্গা, ফুলের মালা হাতে অপেক্ষা করেছিলেন শত শত প্রবাসী ভারতীয়। এদিনের হালকা বৃষ্টিকে কার্যত উপেক্ষা করেই রাত থেকে বিমানবন্দরের বাইরে ছিলেন তাঁরা।
আপ্লুত মোদি নিজের টুইটার হ্যান্ডেল টুইট করে জানান, ওয়াশিংটন ডিসিতে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। প্রবাসীরা আমাদের শক্তি। সারাবিশ্বে ভারতীয়রা ছড়িয়ে আছেন, যা অত্যন্ত গর্বের বিষয়’। বলাবাহল্য, এদিন মোদী ম্যাজিকে মেতে ওঠে ওয়াশিংটন।
গত জানুয়ারির পর প্রধানমন্ত্রী মোদির এটাই প্রথম বিদেশ সফর। আগামী ২৪ সেপ্টেম্বর জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপরেই কোয়াড সম্মেলনে যোগ দিতে চলেছেন তিনি। এছাড়াও অস্ট্রেলিয়া, জাপানের প্রধানমন্ত্রীদের সঙ্গে একটি সমবেত বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। জানা গিয়েছে, মোদী-বাইডেনের বৈঠকে আফগানিস্তান প্রসঙ্গে আলোচনা হতে পারে।
তিনদিনের সফরে বুধবার আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন নরেন্দ্র মোদি। রওনা হওয়ার আগে মোদি টুইট করে জানান, ‘জো বাইডেনের আমন্ত্রণে আমি ২২-২৫ সেপ্টেম্বর আমি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছি। আমার আমেরিকা সফরের দরুন আন্তর্জাতিক স্তরে ভারত এবং আমেরিকার যৌথতা নিয়ে আলোচনা হবে।