আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে প্রতিবছর ৭০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ দূষিত বায়ু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, গ্রিন হাউস গ্যাস নিঃসরণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের প্রথম সারির দেশগুলি যেন দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ করে। না হলে ভবিষ্যৎ আরও বিষবৎ হয়ে উঠবে।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বায়দূষণ সংক্রান্ত সর্বশেষ রিপোর্ট প্রকাশ করেছে। এর আগে ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বায়ুদূষণ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছিল। বুধবারের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ২০০৫ সালের পর থেকে টানা ১৬ বছর ধরে তথ্য সংগ্রহ করে তৈরি করা হয়েছে এই রিপোর্ট।
সেই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে বায়ুর মান উন্নত করতে এয়ার কোয়ালিটি গাইডেন্স আরও জোরদার করতে হবে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে বায়ুর গুণগত মানের সূচক নিম্নমুখী। জনস্বাস্থ্যে এর প্রভাব পড়ছে। অস্বাস্থ্যকর খাবার ও ধূমপানের চেয়েও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করেছে বায়ুদূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছেন, নতুন নির্দেশিকা মেনে চললে এই হারে মৃত্যু রোধ করা সম্ভব হবে।
রিপোর্টে বলা হয়েছে, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং কার্বন-মনোক্সাইড-সহ ছয় ধরনের দূষণ থেকে বায়ুর গুণগত মানের উন্নত করার সুপারিশ করা হয়েছে। আগামী অক্টোবরে স্কটল্যান্ডে গ্লাসগোতে বসছে জাতিপুঞ্জের জলবায়ু বিষয়ক বিশ্ব সম্মেলন। তার আগে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।