এই মুহূর্তে




আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ বন্ধে ট্রাম্পের শরণাপন্ন পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আফগানিস্তানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন শাহবাজ শরিফ সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও টিভি’কে দেওয়া সাক্ষা‍ৎকারে শরিফের রক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ অসহায়ের মতো বলেছেন, ‘আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের চলতি যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানাচ্ছি। উনি যদি মধ্যস্থতা করতে রাজি হন তার চেয়ে ভাল কিছু হতে পারে না।’

গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে। পড়শি দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে থাকা ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, খাইবার পাকতুনখোযায় হামলা চালানোর বদলা নিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাকে গত মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে বিমান হামলা চালায় পাকিস্তানি সেনা। তাতে কমপক্ষে ১৫ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানের ইসলামি আমিরাত সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদমাধ্যমকে অবশ্য জানিয়েছেন, পাকিস্তানের হামলায় ১২ জন নিহত হয়েছেন। নতুন করে পাকিস্তান হামলা শুরু করেছে। আফগানিস্তান এই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। পাকিস্তানি সেনার জনসংযোগ দফতরের (আইএসপিআর) তরফে জানানো হয়েছে ‘বুধবার ভোরে আফগান তালিবানরা স্পিন বোল্ডাক এলাকার চারটি স্থানে ‘কাপুরুষোচিত হামলা’ চালায়। পাকিস্তানি বাহিনী সফলভাবে ওই হামলা প্রতিহত করেছে।’ কান্দাহারে পাক সেনার বিমান হামলায় খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে তালিবান সরকার। দিন ভর বিবৃতি-পাল্টা বিবৃতির পরে বুধবার সন্ধ্যায় যুযুধান দু’পক্ষের তরফে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। যদিও এর আগেও যেভাবে অস্ত্রবিরতির মধ্যে দুই দেশের সেনারা পরস্পরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাতে এবারের যুদ্ধবিরতির ঘোষণা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থাকছে।

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষের মধ্যেই স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে মার্কিন প্রেসিডেন্টের শরণাপন্ন হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ। ‘জিও টিভি’কে দেওয়া সাক্ষা‍ৎকারে  ট্রাম্প ভজনা করতে গিয়ে তিনি বলেন ‘এতদিন আমাদের ধারনা ছিল প্রত্যেক মার্কিন রাষ্ট্রপতি বিশ্বজুড়ে চলা যুদ্ধের জন্য দায়ী। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই ধারনা ভুল প্রমাণ করেছেন। তিনি হলেন প্রথম রাষ্ট্রপতি যিনি যুদ্ধ থামিয়ে চলেছেন। গত ১৫-২০ বছর আমেরিকা প্রতিটি যুদ্ধের অন্যতম মদতদাতা ছিল। কিন্তু ট্রাম্প শান্তির দূত হিসাবে অবতীর্ণ হয়েছেন। উনি যদি পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করেন তাহলে স্বাগত।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব ইরানের

কান্দাহারে পাকিস্তানের বিমান হানায় নিহত ৪০ আফগান, বদলার হুমকি তালিবান সরকারের

কট্টরপন্থী মুসলিমদের জোর ধাক্কা, পর্তুগালে প্রকাশ্যে নিকাব পরা নিষিদ্ধ

পাক বিমান হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজে দল প্রত্যাহার

মন খারাপের খবর, চার দশকের পথচলায় ইতি টানছে MTV

চরম নিষ্ঠুরতা! ২৭ বছর ধরে মেয়েকে ঘরে আটকে রেখে অত্যাচার বাবা-মায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ