এই মুহূর্তে




নেপালে সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী জেন জি আন্দোলনের পুরোধা বলেন্দ্র শাহ

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: চলতি বছরের সেপ্টেম্বরে তরুণ প্রজন্মের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর কুর্সি হারাতে হয়েছিল নেপালের দুঁদে রাজনীতিবিদ কেপি শর্মা ওলিকে। ওই জেন জি আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ও পূর্বতন র‍্যাপার বলেন্দ্র শাহ। যিনি ‘বালেন’ নামে পরিচিত। ওলি সরকারের পতনের পরে তদারকি সরকারের প্রধান হিসাবেও তাঁর নাম নিয়ে আলোচনা হয়েছিল। যদিও মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র এজেন্টকে তদারকি সরকারের প্রধান হিসাবে মানতে রাজি হননি দেশের সেনাপ্রধান। ফলে তদারকি প্রধানমন্ত্রী হওয়া হয়ে ওঠেনি বালেনের। তবে ফের একবার দেশের প্রশাসনিক প্রধান হওয়ার সুযোগ এসেছে প্রাক্তন র‍্যাপারের কাছে। আগামী নির্বাচনে তিনিই হচ্ছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

আগামী বছরের ৫ মার্চ নেপালে জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে ফের ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে কোমর কষে ঝাঁপিয়েছে রাজনৈতিক দলগুলি। নেপালি কংগ্রেস, নেপাল কমিউনিষ্ট পার্টির পাশাপাশি সরকার গড়ার স্বপ্ন দেখছে টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ রবি লামিচানের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। গতকাল ওই দলেই নাম লিখিয়েছেন সেপ্টেম্বরের জেন জি আন্দোলনের মাস্টারমাইন্ড বালেন্দ্র শাহ। দুজনের মধ্যে এক চুক্তিও হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, ৫ মার্চের নির্বাচনে আরএসপি জয়ী হলে ৩৫ বছর বয়সী বালেন বসবেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। আর ৪৮ বছর বয়সী লামিচানে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নেপালের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বালেন্দ্র ও রবি লামিচানের জোট দেশের পুরনো ও প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ৩ কোটি জনসংখ্যার দেশ নেপালে এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ। সেপ্টেম্বরের বিক্ষোভের পর ভোটার তালিকায় নতুন করে যোগ হয়েছে প্রায় ১০ লাখের নাম। যাদের বড় অংশই তরুণ। বালেন শাহকে যথেষ্টই শ্রদ্ধা করেন। যদিও নেপালি কংগ্রেসের মুখপাত্র প্রকাশ শরণ মাহাত এই লামিচানে ও বালেনের জোট বাঁধাকে গুরুত্ব দেননি। তাঁর কথায়, ‘দু’জনের আসল চেহারা দেশের মানুষ জেনে গিয়েছে। লামিচানে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। তিনি জামিনে রয়েছেন। দুর্নীতিগ্রস্থ নেতা কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবেন?’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আমেরিকা থেকে যুদ্ধাস্ত্র কিনতেই তাইওয়ানের চারপাশে যুদ্ধমহড়া শুরু চিনের

ভারত সরকারকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ললিত মোদির, কেন ক্ষমা চাইলেন?

সিডনির পর ইকুয়েডর, সমুদ্র সৈকতের পাশে বন্দুকবাজের হামলায় নিহত ৬

নিউ জার্সির আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত পাইলট

মদ্যপানের কারণে প্রতি বছর ইউরোপজুড়ে মৃত্যু ৮ লাখ মানুষের, ভয়ঙ্কর তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইতালিতে হামাসের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে ধৃত ৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ