এই মুহূর্তে




চিনের পণ্যের উপর শুল্ক আপাতত লাগু নয়, ৯০ দিনের ছাড় ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার শুল্কনীতি এখন আন্তর্জাতিক ক্ষেত্রে চর্চার বিষয়। বিশ্বের একাধিক দেশের পণ্যের ওপরে অত্যাধিক হারে শুল্ক চাপিয়েছে আমেরিকা। কিন্তু চিন ও আমেরিকা আরও একদফা শুল্কযুদ্ধ এড়িয়ে গেল। বাণিজ্যের ক্ষেত্রে দর কষাকষিতে আরো কিছুটা সময় দিতে চায় দুই দেশ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চিনের পণ্যের উপর শুল্ক আপাতত লাগু হচ্ছে না। আরও ৯০ দিন ছাড় দিয়েছেন চিনকে। একই রকম পদক্ষেপ নিয়েছে চিনও। আমেরিকার ওপরেও ৯০ দিনের জন্য শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মে মাসে চিন ও আমেরিকার মধ্যে শুল্কযুদ্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেবারও ৯০ দিন শুল্ক সংঘাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। দু’দেশই একে অন্যের উপর ১১৫ শতাংশ শুল্ক কমিয়ে আনে। এখন চিনের বাজারে মার্কিন পণ্যের ওপরে ১০ শতাংশ ও আমেরিকার বাজারে চিনে পণ্যের ওপরে ৩০ শতাংশ শুল্ক ধার্য রয়েছে। মঙ্গলবার সেই দিন শেষ হচ্ছে। শেষ হওয়ার আগেই নতুন করে ৯০ দিনের ছাড় ঘোষণা করা হয়েছে। ফের ৯০ দিনের জন্য সংঘাত এড়ানোর সিদ্ধান্ত নিল। আমেরিকা মোট ১৫৪টি দেশের বিরুদ্ধে এই ট্যারিফ ঘোষণা করেছে। তারমধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ সহ একাধিক দেশ।

এপ্রিল মাসে ট্রাম্প শুল্কনীতির ঘোষণা করেছিল। তারপর থেকেই আমেরিকা ও চিনের বাণিজ্যিক সংঘাত শুরু হয়। দু’দেশই একে অন্যের উপর শুল্ক চাপাতে শুরু করে।  ব্যথা নিরাময়ের ওষুধ ফেন্টানাইলকে কেন্দ্র করে শুরু হয়েছিল। শুল্কের ঘাত প্রত্যাঘাত চলতে থআকে দুই দেশের মধ্যে। এক পর্যায়ে চিনা পণ্যের উপর মার্কিন শুল্ক দাঁড়ায় ১৪৫ শতাংশ। পাল্টা চিনও ১২৫ শতাংশ শুল্ক চাপায়। মে-র শুরুতে সুইৎজারল্যান্ডের জেনেভায় আমেরিকা ও চিনের উচ্চপদস্থ কর্তারা নিজেদের মধ্যে বৈঠক করে শুল্কযুদ্ধে সাময়িক ইতি টানার সিদ্ধান্ত নেয়। তারপর থেকেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দীর্ঘ দু’বছর পর প্রথম মৃত্যুভয় ও বোমা-ড্রোনের শব্দ ছাড়া কাটল গাজাবাসীর প্রথম রাত

রক্তাক্ত পাকিস্তান, পুলিশের গুলিতে নিহত ১১

ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা

চিনের উপরে অতিরিক্ত ১০০% শুল্ক চাপালেন ট্রাম্প, দিলেন ব্যাখ্যাও

‘আফগান মাটি কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না’, ভারতকে আশ্বাস মুত্তাকির

ট্রাম্পের হাতের পুতুল মুনির-শাহবাজ! প্রতিবাদে বিক্ষোভ পাকিস্তানে, সহিংস ইসলামাবাদে মৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ